সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পৃথিবীর দশ আকর্ষণীয় ও ব্যয় বহুল বাড়ি!!

আমাদের পৃথিবীতে যে কত ধরনের মানুষ আছে তা বলার অপেক্ষা রাখেনা। কেউ টাকার অভাবে খেতে পায় না আবার কারো টাকা কোথায় কিভাবে উড়াবে তা খুজে পায় না। আজ  আমি সেরকম  কিছু মানুষের  সৃষ্টির  কথা বলব। আমারা যারা বাংলাদেশে বসবাস  করি তাদের অনেকই  সীমিত  আয়ে চলতে হয় তারা থাকে ভাড়া করা কিংবা জাদের  অবস্থা ভালো তাদের হয়ত  নিজের বাড়ি আছে। আজ  আমি আপনাদের সাথে পৃথিবীর দশ আকর্ষণীয় ও ব্যয় বহুল  বাড়ির  সাথে পরিচয়  করে দিব। তাহলে শুরু করা যাক

1. Antilla:


এই বাড়িটি হল  পৃথিবীর সবচেয়ে দামী বাড়ি। বাড়িটি অবস্থিত  ভারতে আর বাড়িটি যার  সে হল  বর্তমানে পৃথিবীর  অন্যতম  শীর্ষ  ধনী বাক্তি। তার নাম হল মুকেশ আম্বানি।
এই বাড়ির মূল্য ১ বিলিয়ন  ডলার , বাড়িটির  ভিতরে আছে ২৭ টি ফ্লোর । আর  আছে একটি হেল্‌থ  ক্লাব , একটি গ্যারাজ  যার  ধারন  ক্ষমতা প্রায়  ১৫০ টি গাড়ি। শুনে অবাক  হওয়ারে কথা । আর অবাক হওার বিষয়  এই  লোকের  নিজেরি ১৬৮ টি গাড়ি আছে( শুনে ভয় পাওায়া আর  আপসোস  হওয়ার মত)। বাড়িটির  বাহির  নির্মিত হয়েছে গ্লাস  দিয়ে আর  উচ্চতা ৫৭০ ফিট।


2. William Randolph Hearst’s Mansion:


এই সুন্দর বাড়িটির নাম হল “William Randolph Hearst”। বাড়িটিতে আছে তিনটি সুমিংপুল , ২৯টি বেডরুম, একটি সিনেমা হল এবং অন্যান্য বিলাসদ্রব্য। বাড়িটি ২০০৭ সালে বিক্রি করার জন্য নিলামে উঠানো হয় কিন্তু কেউ এই বাড়ি কেনার আগ্রহ দেখায়নি। এই বাড়িটি প্রায় ৬ একর জায়গার উপর অবস্থিত আর এর দাম ১৬৫ মিলিয়ন ডলার।



3. Elena Franchuk’s Victorian Villa:

এই  বাড়িটি অবস্থিত লন্ডন শহরে। বাড়িটির দাম  ১৬১ মিলিয়ন  ডলার , ৫ তলা এই বাড়িতে আছে ১০ বেডরুম, সিনেমা হল , প্যানিক  রুম  আর  একটি অত্যাধুনিক  জিমনেশিয়াম।



4. The Penthouses at One Hyde Park:


২০১০ সালে এই বাড়ির কাজ শুরু হয়।যখন এই বাড়ির কাজ শেষ হবে তখন তা ২য় ব্যয়বহুল বাড়ি হবে।কেননা এই বাড়ি তৈরি করতে খরচ হবে প্রায় ১৬০ মিলিয়ন ডলার। এই  বাড়িটি বানাচ্ছে যৌথভাবে (Rolex, McLaren Automotive এবং Abu Dhabi Islamic Bank)। এর আয়তন হবে ৩৮৫,০০০বর্গফুট।


 

5. Aaron Spelling’s Manor:

এই বাড়ীটিরমূল্য ১৫০ মিলিয়ন ডলার এবং বাড়িটির আয়তন হল ৫৬,০০০ বর্গফুট। বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯১সালে।বাড়িটিতে আছে ১২৩টি বেডরুম,একটি টেনিস কোর্ট, স্কেটিইংরিঙ্ক, বোলিংস্পেস, সাথে আছে কয়েকটি সুইমিং পুল। আর বাড়িটি আমেরিকাতে অবস্থিত।



 

6. Hala Ranch:

এই বাড়িটির মালিক হল সৌদিআরব এর সুলতান বিন আব্দুলআজিজ।এই বাড়ীতিতে আছে ২৭টি বাথরুম, ১৫টি বেডরুম,ইনডোরপুল, প্রাইভেটস্কি খেলার মাঠ, টেনিস কোর্ট। বাড়িটির একটি বিশেষ সুবিধা হল ভিতরে তাপ শোষণ ক্ষমতা আর রয়েছে গাস নেয়ার আলাদা জায়গা। বাড়িটি ১৪,৩৯৭ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত। বাড়িটির মূল্য ১৩৫ মিলিয়ন ডলার।

7. Dracula’s Castle: 

এই বাড়িটির মালিক হল “Archduke Dominic”। বাড়িটি ১৯৮০ সালে মিউসিয়াম হিসেবে রুপান্তর করা হয়।এই বাড়ীটি আছে Transylvania, Romania তে।বাড়িটির মূল্য ৮০ মিলিয়ন ডলার ।বাড়িটিতে আছে ৫৭টি রুম,১৭টি বেডরুম আর সবগুলতে আছে প্রাচীন মূল্যবান আসবাবপত্র।

8. Fleur de Lys:

এই বাড়িটির দাম ১২৫মিলিয়নডলার। বাড়িটি নির্মাণে সাহায্য করেছেন Suzanne এবং David Saperstein। ১৯৯০ সালে বাড়িটি প্রতিষ্ঠিত হয়। আমেরিকাতে অবস্থিত এই বাড়িতে আছে ১৫টি বেডরুম, বাহিরের দেয়াল ফ্রাঞ্চের বিশেষ ধরনের পাথর দিয়ে আবৃত এবং ভিতরে ২৪ ক্যারেট স্বর্ণ ব্যাবহার হয়েছে বিভিন্ন জায়গায়।


9. Maison de l’Amitie:

এই বাড়িটির মালিক হল Donald Trump। Palm Beach এ অবস্থিত বাড়িটির আয়তন ৮০,০০০বর্গফুট। বাড়িটি বেশির ভাগ জায়গা ছোট সবুজ উদ্ভিদ রয়েছে এমনকি দেয়ালেও সাথে আর আছে একটি বলরুম, ১৫টি বেডরুম, ৮টি বাথরুম, একটি টেনিস ভবন, একটি বিলাস বহুল অথিতি কটেজ। আর হ্যাঁ এক্তা কথা বলতে ভুলে গেছি একটি সুবিশাল সুমিংপুল আছে আর এর দাম মাত্র ১২৫ মিলিয়ন ডলার। আর বাড়ীটা আমেরিকাতে অবস্থিত।


10. Updown Court:

সবশেষে, যে বাড়িটার কথা বলব সেটি অবস্থিত ইংল্যান্ডে।বাড়িটিতে আছে ১০৩টি রুম, একটি বোলিং স্পেস, একটি বিশাল সিনেমা হল,তিনটি বিশাল সুমিংপুল এবং একটি "squash court"। বাড়িটির  সবচেয়ে আকর্ষণীয় অংশ হল  এর  গাড়ি চালানোর  জায়গা, বাড়িটির  মূল্য  ১১৬ মিলিয়ন  ডলার

 

 কৃতজ্ঞতাঃ S.M. তানভীর আহমেদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঢাকা শহরের আগের রূপ দেখুন

ভাবতেই অবাক লাগে আমাদের ঢাকা আগে কি ছিলো আর এখন কি অবস্তা। হতে পারতো এটি একটি পরিকল্পিত নগরী । আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ঢাকার কিছু পুরানো ছবি। ১৯৮০ সাল - ফুলবাড়িয়া রেলওয়ে ষ্টেশন ১৯৮০ সাল - মিটফোর্ড হাসপাতাল, বাবু বাজার, ঢাকা ১৯৬৩ সাল - গুলিস্থান সিনামা হল, দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত হল। ঢাকা আহসান মঞ্জিল চক বাজার-১৯০৪ সাল বাবু বাজার--১৮৮০ দেওয়ান বাজার মসজিদ -১৮৮০ কবি নজরুল কলেজ -১৮৮০ ঢাকা স্টোডিয়াম ১৮৫০ ১৯০৪ সাল - আজিমপুর সলিমুল্লাহ মাদ্রাসা ১৮৯০ সাল - রেসকোর্স ময়দান ১৯০৫ সাল - ইসলামপুর ঢাকা ১৮৭০ সাল - ধোলাই খাল ১৮৭০ সাল - বুড়ীগঙ্গার তীরে মন্দির নবাবদের পার্ক মোহাম্মদ মসজিদ-১৮৮৫ রমনা গেইট -১৮৭০ লালবাগ --১৮৭৫ দিলকুশা গার্ডেন--১৯০৪      

Some factors for where to save money

There are several options for where to save your money for retirement. Here are some suggestions from financial experts:   Roth IRA: While you can't withdraw your earnings from a Roth until age 59, you can withdraw your contributions. If you contribute $6,000 to your Roth each year from age 20 to 45, your total contributions would be $150,000. But if you earned an 8% annual return, your Roth would be worth nearly $440,000 when you hit early retirement .   Taxable brokerage account: If you plan to retire five or more years before age 59, your next best place to put retirement money away may be a taxable brokerage account. You'll have to pay taxes on your contributions and growth, but you'll be able to use the money at any time without penalty. Plus, in most years, you'll get a much better return for your money than in a savings account or CD . Need  save money for Freedom   High-yield savings accounts: While some of your money should be in the st...

নখ পর্যবেক্ষণ করে নিরূপণ করুন আপনার স্বাস্থ্য

সুস্থ্য থাকতে কে না চায় ? সুস্থ্য থাকার জন্য নিজের শরীরের প্রতি যত্ন নেয়াটা একান্ত জরুরী। আর এ জন্য মাঝে মাঝেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত মেডিকেল চেক আপের জন্য। কিন্তু দুঃখের বিষয় রোগ না হলে বেশির ভাগ মানুষই ডাক্তারের কাছে যান না, নিছক অর্থ নষ্ট হবে মনে করে। আবার অনেকে আলসেমী করেও চেক আপ করান না, আর অনেকেতো সময়ই পান না ব্যস্ততার জন্য। তবে যে কারণেই চেক আপ করা বিরত থাকুন না কেন, যারা চেক আপ করাতে পারছেন না, হোক সেটা সময়ের অভাবে বা অন্য কোনো কারণে, তারা খুব সহজেই কোনো কোনো রোগের ব্যাপারে নিজের নিজের চেক আপ নিজেই করতে পারেন। এ কাজটি করা যায় আপনার নখ দেখে। কি, অবাক হচ্ছেন ? বন্ধুরা, অবাক হওয়ার কিছু নেই। মানুষের শরীরের বিভিন্ন রোগের পরিপ্রেক্ষিতে তার হাত বা পায়ের নখের আচরণ বিভিন্ন রকম আচরন করে থাকে, অর্থাৎ, বিভিন্ন রোগের প্রভাব নখেও পড়ে যা দেখে আপনি ঐ রোগ সম্পর্কে সচেতন হতে পারেন। ফ্কােশ নখঃ কােরা কােরা নেখর অগ্রভাগ মাত্রাতিরিক্ত ফ্কােশ হেয় থােক। এ ধরনের নখ শরীরের নিম্নলিখিত সমস্যাগুলোর লক্ষনগুলো প্রকাশ করে থাকে। * রক্তসলপতা * কনজাস্টিভ হার্ট ফেইল্যুর * যকৃত বা লিভার...