ছোটবেলা থেকেই আমি রহস্যের ব্যাপারে একটু বেশি আগ্রহী, সেই সুবাদে আমি অনেক রহস্যময় টপিক সম্পর্কে জানি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার সংগ্রহে থাকা তেমনি কিছু রহস্যময় ভৌতিক ফটোগ্রাফ। যে ফটোগুলো একসময় খুব আলোচিত ছিলো, ফটোগুলো ইন্টারনেট এবং আমার বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এবং যদি আমার এই টিউন আপনাদের মনে সামান্যতম ভয়ের কাঁপন ধরাতে পারে তবেই এই টিউন টি সার্থক হবে। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ছবিতে.........................
"গাজীপুরের রহস্য" এই শিরোনামে বছর দেড়েক বা দুই, আগে বেশ কয়েকটি পত্রিকায় খবরটি এসেছিলো, সেখানে দাবি করা হয় যে একদল তরুন গাজীপুরের ন্যাশানাল পার্কে বনভোজনে যায়। বণে হাটতে হাটতে তারা অনেকটাই গভীরে চলে এলো। সহসাই সন্ধ্যা নেমে এল। দেখা পেল দূরে দাঁড়িয়ে আছে কি যেন! কিছু একটার অস্তিত্ব টের পেয়ে তরুন দল ভয় পেয়ে গেল। পরে সাহস করে এক তরুন ছবি তুলে চলে এল দ্রুত। ভয়ে ঘাবড়ে গেলেও ভাল ভাবেই ফিরে এল তারা। কিন্তু দুই দিন পরেই ছবি তোলা তরুনটি মারা গেল। যে ছেলেটি ভুতের ছবি তুলে ছিল সে চির তরে পঙ্গু হয়ে গেল। মারা যাওয়া তরুনটির পোষ্টমডেম প্রতিবেদনে দেখা গেল তরুন সেই ছেলেটির হার্ট এবং লিভার মিসিং। ছবিটি ডেভেলপ করার পর আসলো উপরের ছবিটি। হয়তো অনেকই এই বিষয়টি সম্পর্কে জানেন এবং এই বিষয়ে জনকন্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। গাজীপুরের এই ঘটনায় দেশে মিশ্র প্রতিক্রিয়া চলছে। অনেকেই বিষয়টিকে আজগুবি বলে উড়িয়ে দিচ্ছে আবার অনেকেই ঘটনাটিকে সত্য বলে বিশ্বাস করেছে।
"গাজীপুরের রহস্য" এই শিরোনামে বছর দেড়েক বা দুই, আগে বেশ কয়েকটি পত্রিকায় খবরটি এসেছিলো, সেখানে দাবি করা হয় যে একদল তরুন গাজীপুরের ন্যাশানাল পার্কে বনভোজনে যায়। বণে হাটতে হাটতে তারা অনেকটাই গভীরে চলে এলো। সহসাই সন্ধ্যা নেমে এল। দেখা পেল দূরে দাঁড়িয়ে আছে কি যেন! কিছু একটার অস্তিত্ব টের পেয়ে তরুন দল ভয় পেয়ে গেল। পরে সাহস করে এক তরুন ছবি তুলে চলে এল দ্রুত। ভয়ে ঘাবড়ে গেলেও ভাল ভাবেই ফিরে এল তারা। কিন্তু দুই দিন পরেই ছবি তোলা তরুনটি মারা গেল। যে ছেলেটি ভুতের ছবি তুলে ছিল সে চির তরে পঙ্গু হয়ে গেল। মারা যাওয়া তরুনটির পোষ্টমডেম প্রতিবেদনে দেখা গেল তরুন সেই ছেলেটির হার্ট এবং লিভার মিসিং। ছবিটি ডেভেলপ করার পর আসলো উপরের ছবিটি। হয়তো অনেকই এই বিষয়টি সম্পর্কে জানেন এবং এই বিষয়ে জনকন্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। গাজীপুরের এই ঘটনায় দেশে মিশ্র প্রতিক্রিয়া চলছে। অনেকেই বিষয়টিকে আজগুবি বলে উড়িয়ে দিচ্ছে আবার অনেকেই ঘটনাটিকে সত্য বলে বিশ্বাস করেছে।
![[ছবি: OwvRO.jpg]](http://i.imgur.com/OwvRO.jpg)
![[ছবি: FTPwW.jpg]](http://i.imgur.com/FTPwW.jpg)
![[ছবি: n0UqJ.jpg]](http://i.imgur.com/n0UqJ.jpg)
![[ছবি: VxVEu.jpg]](http://i.imgur.com/VxVEu.jpg)
![[ছবি: zxWJM.jpg]](http://i.imgur.com/zxWJM.jpg)
![[ছবি: NcgYX.jpg]](http://i.imgur.com/NcgYX.jpg)
![[ছবি: zAJnY.jpg]](http://i.imgur.com/zAJnY.jpg)
![[ছবি: keMHl.jpg]](http://i.imgur.com/keMHl.jpg)
![[ছবি: 9so5p.jpg]](http://i.imgur.com/9so5p.jpg)
![[ছবি: fn8jJ.jpg]](http://i.imgur.com/fn8jJ.jpg)
![[ছবি: xyZk0.jpg]](http://i.imgur.com/xyZk0.jpg)
![[ছবি: zaYke.jpg]](http://i.imgur.com/zaYke.jpg)
![[ছবি: 9uDrY.jpg]](http://i.imgur.com/9uDrY.jpg)
![[ছবি: wTceT.jpg]](http://i.imgur.com/wTceT.jpg)
![[ছবি: XPa5b.jpg]](http://i.imgur.com/XPa5b.jpg)
![[ছবি: VMrsV.jpg]](http://i.imgur.com/VMrsV.jpg)
![[ছবি: VmHoR.jpg]](http://i.imgur.com/VmHoR.jpg)
![[ছবি: HHqo6.jpg]](http://i.imgur.com/HHqo6.jpg)
![[ছবি: ZsbIv.jpg]](http://i.imgur.com/ZsbIv.jpg)
![[ছবি: FGodS.jpg]](http://i.imgur.com/FGodS.jpg)
![[ছবি: gZtpV.jpg]](http://i.imgur.com/gZtpV.jpg)
![[ছবি: 3geKl.jpg]](http://i.imgur.com/3geKl.jpg)
ame khub interested cilam bapar ta nia.jana valo laglo:::::::::::::::::
উত্তরমুছুন