এখনকার যুগটাই Branding এর, আমরা একটি পণ্যের মান সম্পর্কে জানতে পারি তার Brandএর মাধ্যমে। যেমন চায়না মোবাইল বললেই আমরা ধরে নেই সেটটা খুব একটা ভালো হবে না। আবার নকিয়া বললেই ২ চোখ বন্ধ করে নেয়া যায় । আমরা প্রতিনিয়ত অনেক বিখ্যাত কোম্পানির লোগো দেখি টিভি অ্যাডে বা বিল বোর্ডে। আপাত দৃষ্টিতে শুধুই একটি লোগো মনে হলেও এর মধ্যেই অনেক লুকানো তথ্য থাকে যা আমরা সাধারণভাবে দেখে বুঝতে পারিনা । ১. যেহেতু আমার বন্ধু VAIO তাই এটা দিয়েই শুরু , লোগোটি দেখুন এর প্রথম দুটি অক্ষর দিয়ে এনালগ সিগনাল বুঝাচ্ছে। আর শেষের দুটি অক্ষর দেখতে 1 and 0 এর মত যা দিয়ে ডিজিটাল সিগনাল বোঝাচ্ছে। ২ .Amazon.com কি আপাত দৃষ্টিতে কিছু বুঝতে পারেন? ভালো করে দেখুন লোগোটিতে হলুদ তীর চিহ্ন দিয়ে হাসি বুঝানো হচ্ছে, যা দারা ওরা ওদের ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টির বিষয়টি বুঝাতে চাচ্ছে। আর ভালো করে লক্ষ্য করুন তীর চিহ্নটি a থেকে z পর্যন্ত, অর্থাৎ ওদের স্টোরে a থেকে z পর্যন্ত সব ধরনের পণ্যই পাওয়া যায় । ৩. FedEx FedExএর এই লোগোটির গোপন বার্তা খুব সহজে বুঝা যায়না। একটু ভাল করে লক্ষ করলে দেখবেন E এবং X এর মধ্য...