Jokes 1 মেয়ের বাবার কাছে পাত্র হিসাবে ছেলেটি গিয়েছে সাক্ষাতকার দিতে। মেয়ের বাবা : সিগারেট খাও ছেলে:হ্যাঁ। মেয়ের বাবা : মদ খাও ছেলে:হ্যাঁ। মেয়ের বাবা : বার,নাইট ক্লাবে যাওয়ার অভ্যেস আছে? ছেলে:হ্যাঁ। মেয়ের বাবা : সবই তো দেখছি negative. positive কিছু নাই?? ছেলে:হ্যাঁ। তাও আছে । মেয়ের বাবা : কি সেটা? ছেলে: আজ্ঞে HIV মানে HIV positive. Jokes 2 এক বিয়ে বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাবা/মা সহ সকলে নব কনেকে বিদায় দিচ্ছে- আর নব বর ছাড়া সবাই কান্নাকাটি করছে। পাশেই প্রতিবেশী ছোট্ট একটি ছেলে তার বাবাকে ছোট্ট ছেলেঃ আচ্ছা বাবা ঐ মেয়ের বাবা মা কাঁদে কেন ? বাবাঃ তার মেয়েকে এত বড় করেছে , লেখা পড়া শিখয়ে মানুষ করেছে এখন বিদায় দিচ্ছে পরের ঘরে- তাই তার মায়ায় কান্নাকাটি করছে। ছোট্ট ছেলেঃ তা মেয়েটা কাঁদে কেন ? বাবাঃ মা/বাবাকে ছেড়ে পরের ঘরে চলে যাচ্ছে- তাই সেই মায়ায় কান্নাকাটি করছে। ছোট্ট ছেলেঃ তাহলে বরটা কাদঁছেনা কেন ? বাবাঃ সবাই শুধু এখন কাঁদছে- আর ছেলেটা কাঁদবে সারা জীবন- সবে মাত্র বিয়ে করেছে- বউটা নিয়ে ঘরে উঠুক , তার পর থেকে কাঁদবে। Jokes 3 ...