পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম থাকলেও অনেক সময় তা শনাক্ত করা যায় না । তবে আপনি চাইলে সহজেই পেন্ড্রাইভের ভাইরাস শনাক্ত
করতে পারেন । এ জন্য আপনার ইউএসবি পোর্টে পেনড্রাইভটি লাগানোর পর Start>Run- এ গিয়ে cmd লিখে কমান্ড অপশন
খুলুন । এখন My computer -এ ঢুকে আপনার পেনড্রাইভ কোন ড্রাইভ হিসেবে আছে, তা জেনে নিন । যেমন, ড্রাইভ লেটার যদি K হয়, তাহলে কমান্ড অপশনে K: লিখে এন্টার কী চাপুন । এরপর dir/w/o/p এই কমান্ডটি হুবহু লিখে এন্টার কী চাপুন । এখন আপনি পেনড্রাইভে থাকা ফাইলের তালিকা দেখতে পাবেন ।
ফাইলের তালিকায়Bha.vbs,Iexplore.vbs,RVHost.exe,Ravmon.exe, New Folder.exe, Autorun.inf ইত্যাদি নামের কোনো ফাইলে অথবা ".exe" এক্সটেনশনের কোনো ফাইল আছে কিনা দেখুন । যদি এ রকম কোনো ফাইলে দেখতে পান তাহলে "attrib -h -r -s -a *.* " এই কমান্ড লিখে এন্টার কী চাপুন । এখন del file name কমান্ড লিখে এন্টার কী চাপুন । এখানে file name - এর জায়গায় ওই ফাইলের নাম হুবহু লিখতে হবে । যেমন, আপনি যদি Autorun.inf ভাইরাসটি মুছে ফেলতে চান, তাহলে del Autorun.inf লিখে এন্টার কী চাপুন । এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন । এ ছাড়া সম্ভব হলে সর্বোচ্চ নিরাপদে থাকার জন্য নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস দিয়ে পেনড্রাইভ স্ক্যান করতে পারেন ।
করতে পারেন । এ জন্য আপনার ইউএসবি পোর্টে পেনড্রাইভটি লাগানোর পর Start>Run- এ গিয়ে cmd লিখে কমান্ড অপশন
খুলুন । এখন My computer -এ ঢুকে আপনার পেনড্রাইভ কোন ড্রাইভ হিসেবে আছে, তা জেনে নিন । যেমন, ড্রাইভ লেটার যদি K হয়, তাহলে কমান্ড অপশনে K: লিখে এন্টার কী চাপুন । এরপর dir/w/o/p এই কমান্ডটি হুবহু লিখে এন্টার কী চাপুন । এখন আপনি পেনড্রাইভে থাকা ফাইলের তালিকা দেখতে পাবেন ।
ফাইলের তালিকায়Bha.vbs,Iexplore.vbs,RVHost.exe,Ravmon.exe, New Folder.exe, Autorun.inf ইত্যাদি নামের কোনো ফাইলে অথবা ".exe" এক্সটেনশনের কোনো ফাইল আছে কিনা দেখুন । যদি এ রকম কোনো ফাইলে দেখতে পান তাহলে "attrib -h -r -s -a *.* " এই কমান্ড লিখে এন্টার কী চাপুন । এখন del file name কমান্ড লিখে এন্টার কী চাপুন । এখানে file name - এর জায়গায় ওই ফাইলের নাম হুবহু লিখতে হবে । যেমন, আপনি যদি Autorun.inf ভাইরাসটি মুছে ফেলতে চান, তাহলে del Autorun.inf লিখে এন্টার কী চাপুন । এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন । এ ছাড়া সম্ভব হলে সর্বোচ্চ নিরাপদে থাকার জন্য নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস দিয়ে পেনড্রাইভ স্ক্যান করতে পারেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন