সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কিভাবে বুঝবেন আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত

টাস্ক ম্যানেজার ডিজ্যাবল হয়ে থাকলে-এটি বুঝার জন্য  Ctrl+Alt+Del চাপ দিন কিংবা টাস্কবার এ মাউস রেখে ডান বাটন চাপ দিন। টাস্ক ম্যানেজার উইন্ডোটি না আসলে অথবা টাস্ক ম্যানেজার অপশনটি যদি নিষ্ক্রিয় থাকে তবে বুঝবেন কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। রেজিস্ট্রি এডিটর নিষ্ক্রিয় হয়ে থাকলে- এটি বুঝার জন্য স্টার্ট মেনু থেকে রানে গিয়ে regedit লিখে এন্টার দিন। যদি রেজিস্ট্রি এডিটর উইন্ডোটি না আসে তাহলে বুঝতে হবে সেটি ভাইরাসে আক্রান্ত। কম্যান্ড প্রমট নিষ্ক্রিয় হয়ে থাকলে- এটি বুঝার জন্য রান এ গিয়ে cmd লিখে এন্টার দিন। যদি cmd উইন্ডোটি না আসে তাহলে বুঝতে হবে কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত। স্টার্ট মেনুতে সার্চ অপশন না থাকলে। কোন প্রোগ্রাম চালু নেই অথবা কোন ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম চালু নেই কিন্তু সিপিইউ এর ব্যবহার ৫% এর উপর দেখালে- এটি বুঝার জন্য Ctrl+Alt+Del চেপে পারফরমেন্স ট্যাবে ক্লিক করুন। এবার উইন্ডোটির একেবারে নিচে স্ট্যাটাস বারে লক্ষ করুন। কম্পিউটারের হার্ডড্রাইভ অথবা পেনড্রাইভে ডাবল ক্লিক করার পর ওপেন না হলে। কম্পিউটারের ড্রাইভে অথবা পেনড্রাইভে ডান মাউস ক্লিক করলে ওপেন অপশ...

কিছু অবাক করা ছবি

আমরা অনেক সময় চিন্তা করি যদি চাঁদটাকে ধরতে পারতাম, আবার অনেক সময় আকাশের মেঘের দিকে তাকিয়ে ভাবি ওই মনে হয় একটা কুমির,হাতি উড়ে যাচ্ছে।চাঁদটাকে ধরা বাস্তবে সম্ভব না করতে পারলেও ক্যামেরার কৌশলে এটা কৃত্রিমভাবে  সম্ভব। এ জাতীয় ছবি গুলোকে বলে tricks photo. তো এ জাতীয় কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আজ। আপনারা হয়ত অনেকেই এগুলো দেখেছেন। তবুও আবার দেখুন। ভাল জিনিস বারবার দেখলে তো আর সমস্যা নেই। তো কথা না বাড়িয়ে ছবিগুলোতে আসা যাক।      

আপনার কম্পিউটারের প্রসেসরের নাম পরিবর্তন করে ফেলুন

আজ আমি আপনাদের সাথে একটি টিকস শেয়ার করছি যা করে আপনি আপনার প্রসেসরের নাম পরিবর্তন করতে পারবেন।ধরুন আপনার প্রসেসর হচ্ছে পেন্টিয়াম ৪ আপনি চাইলে আপনার কম্পিউটারে পেন্টিয়াম ৪ জায়গায় core i7 শো করাতে পারবেন আর এই কাজটি করতে হলে আপনাকে যা করতে হবে START>RUN>TYPE REGEDIT>HKEY_LOCAL_MACHINE>HARDWARE>DISCRIPTION>SYSTEM>CENTRAL PROCESSOR> এখন ডান দিকে দেখুন PROCESSOR NAMESTRING লেখা এখানে ক্লিক করুন এখন আপনার নিজের মত নাম দিন পেন্টিয়াম ৪ কে কোর আই৭ বা আপনার পছন্দের নাম টি দিয়ে ওকে করুন। ব্যাস কাজ শেষ এবার My Computer রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গিয়ে দেখুন আপনি যেই নামটি দেখেছেন তা শো করছে।

My Computer চালু করুন অনেক দ্রুত

আমরা অনেকেই মাই কম্পিউটার খুলতে গিয়ে বিরক্ত হয়ে পড়ি কেননা মাঝে মাঝে দেখা যায় মাই কম্পিউটার চালু হতে অনেক সময় নেয়। যাদের কম্পিউটারে এই ধরনের সমস্যা দেখা দেয় তারা নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে পারেন এতে করে আপনার সমস্যার সমাধান হতে পারে। প্রথমত, Start Menu -> Run এ regedit লিখে এন্টার দিন। রেজিষ্ট্রি এডিটর চালু হবে। এরপর পর্যায়ক্রমে যান HKEY_LOCAL_MACHINE –> Software –> Microsoft –> Windows –> Current Version –> Explorer –> RemoteComputer –> এখানে আসার পর namespace এর {D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF} key টি মুছে দিন। দ্বিতীয়ত, My Computer –> Tools –> Folder Options –> View তে ক্লিক করুন। এরপর Automatically search for network files and folders এর সামনে চেক বক্সে একটি ক্লিক করা থাকে এটি তুলে দিন। উক্ত কাজ দুটি করার পর পিসি রিস্টার্ট দিন। দেখুন দ্রুত ওপেন হচ্ছে মাই কম্পিউটার।

আপনার মোবাইলের Opera Mini দিয়েই ডাউনলোড করুন Mediafire.com, Ziddu.com, 4shared.com এবং Hotfile.com থেকে

আজ আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব । আগে আপনাদের জানা থাকতে পারে । যারা না জানেন তাদের জন্য এ টিপসটা । এ টিপস এর সাহায্যে আপনি আপনার মোবাইলের Opera Mini 6.1 (Best mobile browser in the world) দিয়ে Mediafire.com, Ziddu.com, 4shared.com  এবং  Hotfile.com ।  এছাড়া এ টিপস ব্যবহার করে এ রকম অন্যান্য সাইট থেকেও ডাউনলোড করতে পারবেন । আর কথা না বাড়িয়ে শুরু করি । প্রথমে mini.opera.com  থেকে Opera Mini ডাউনলোড করে নিন । Mediafire.com :   # Mediafire.com  থেকে যেকোন ডাউনলোড লিংক ওপেন করুন । এখন আপনার অপেরা মিনির সেটিং থেকে Mobile View  কিংবা Single Column View  টা off করে দিন । তারপর Click here to Download from Mediafire । এখন আপনার ফাইলটি ডাউনলোড শুরু করবে । Ziddu.com : # Ziddu.com থেকে যেকোন ডাউনলোড লিংক ওপেন করুন । # এখন Download এ click  করুন । পরে আপনাকে Captcha দিতে হবে । Captcha টি সঠিকভাবে প্রবেশ করান । এখন Download এ click  করুন । Download এ click  করার পর একটা খালি পেজ আসবে । এখন Back করে Download এ আব...

আপনার কম্পিউটার অফ হতে বেশী সময় লাগে?

আসলে এ সমস্যার কারন হলো – উইন্ডোজ কাজ করার সময় অনেক টেম্পরারি পেজ বানায় যার কিছুটা আবার ও নিজে নিজেই বন্ধ হওয়ার সময় মুছে দেয়। এজন্য বেশি সময় নেয়। আপনি চাইলে এটা করা থেকে পিসি কে বিরত রাখতে পারেন। “Start” এ ক্লিক করুন। “Run” এ যান। regedit লিখুন এবং এন্টার দিন। Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল ক্লিক করুন। আগের মতোই ডাবল ক্লিক করে সব আইটেম খুলবেন। SYSTEM এ ক্লিক করুন। Control থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdown যান এবং ClearPageAtShutdown ভ্যালুটি ০ ( শূন্য ) করে দিন।

এখন আপনার ইন্টারনেট মডেম নিজে নিজেই কানেক্ট হবে !!!

আমরা যখন মডেম দিয়ে নেট চালাই তখন দেখা যায় ঘণ্টায় কতবার যে নেট লাইন ডিসকানেক্ট হয় তার কোন ইয়াত্তাই নেই। আবার দেখা যায় আপনি রাতে ঘুমানোর পূর্বে কিছু ডাউনলোড দিয়ে ঘুমালেন সকালে উঠে দেখলেন কাজের কাজ কিছুই হয়নি আপনার মডেম ডিসকানেক্ট হয়ে আছে। আর যাদের এই সমস্যা তাদের জন্যই আমার এই টপিক।আজ আমি যে সফটওয়্যারটি আপনাদের দিচ্ছি এটি খুবই দরকারি একটা সফটওয়্যার, যেমন আপনি কিছু ডাউনলোড দিয়ে ঘুমিয়ে গেলেন এর মধ্যে মডেম ডিসকানেক্ট হয়ে গেছে ঠিক তখনি এই সফটওয়্যারটি মডেমকে নিজে নিজেই কানেক্ট করে দিবে।এটা মূলত যারা টরেন্ট থেকে ডাউনলোড করেন তাদের বেশী কাজে লাগবে। সফটওয়্যারটি ডাউনলোড করেতে এখানে ক্লিক করুন