আমরা অনেক সময় চিন্তা করি যদি চাঁদটাকে ধরতে পারতাম, আবার অনেক সময় আকাশের মেঘের দিকে তাকিয়ে ভাবি ওই মনে হয় একটা কুমির,হাতি উড়ে যাচ্ছে।চাঁদটাকে ধরা বাস্তবে সম্ভব না করতে পারলেও ক্যামেরার কৌশলে এটা কৃত্রিমভাবে সম্ভব। এ জাতীয় ছবি গুলোকে বলে tricks photo. তো এ জাতীয় কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আজ। আপনারা হয়ত অনেকেই এগুলো দেখেছেন। তবুও আবার দেখুন। ভাল জিনিস বারবার দেখলে তো আর সমস্যা নেই। তো কথা না বাড়িয়ে ছবিগুলোতে আসা যাক।
ভাবতেই অবাক লাগে আমাদের ঢাকা আগে কি ছিলো আর এখন কি অবস্তা। হতে পারতো এটি একটি পরিকল্পিত নগরী । আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ঢাকার কিছু পুরানো ছবি। ১৯৮০ সাল - ফুলবাড়িয়া রেলওয়ে ষ্টেশন ১৯৮০ সাল - মিটফোর্ড হাসপাতাল, বাবু বাজার, ঢাকা ১৯৬৩ সাল - গুলিস্থান সিনামা হল, দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত হল। ঢাকা আহসান মঞ্জিল চক বাজার-১৯০৪ সাল বাবু বাজার--১৮৮০ দেওয়ান বাজার মসজিদ -১৮৮০ কবি নজরুল কলেজ -১৮৮০ ঢাকা স্টোডিয়াম ১৮৫০ ১৯০৪ সাল - আজিমপুর সলিমুল্লাহ মাদ্রাসা ১৮৯০ সাল - রেসকোর্স ময়দান ১৯০৫ সাল - ইসলামপুর ঢাকা ১৮৭০ সাল - ধোলাই খাল ১৮৭০ সাল - বুড়ীগঙ্গার তীরে মন্দির নবাবদের পার্ক মোহাম্মদ মসজিদ-১৮৮৫ রমনা গেইট -১৮৭০ লালবাগ --১৮৭৫ দিলকুশা গার্ডেন--১৯০৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন