সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আপনার মোবাইলের Opera Mini দিয়েই ডাউনলোড করুন Mediafire.com, Ziddu.com, 4shared.com এবং Hotfile.com থেকে

আজ আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব । আগে আপনাদের জানা থাকতে পারে । যারা না জানেন তাদের জন্য এ টিপসটা । এ টিপস এর সাহায্যে আপনি আপনার মোবাইলের Opera Mini 6.1 (Best mobile browser in the world) দিয়ে Mediafire.com, Ziddu.com, 4shared.com  এবং  Hotfile.com ।  এছাড়া এ টিপস ব্যবহার করে এ রকম অন্যান্য সাইট থেকেও ডাউনলোড করতে পারবেন । আর কথা না বাড়িয়ে শুরু করি ।
প্রথমে mini.opera.com  থেকে Opera Mini ডাউনলোড করে নিন ।
Mediafire.com :  
# Mediafire.com  থেকে যেকোন ডাউনলোড লিংক ওপেন করুন । এখন আপনার অপেরা মিনির সেটিং থেকে Mobile View  কিংবা Single Column View  টা off করে দিন । তারপর Click here to Download from Mediafire । এখন আপনার ফাইলটি ডাউনলোড শুরু করবে ।
Ziddu.com :
# Ziddu.com থেকে যেকোন ডাউনলোড লিংক ওপেন করুন ।

# এখন Download এ click  করুন ।

পরে আপনাকে Captcha দিতে হবে । Captcha টি সঠিকভাবে প্রবেশ করান ।

এখন Download এ click  করুন । Download এ click  করার পর একটা খালি পেজ আসবে ।

এখন Back করে Download এ আবার click  করুন । তারপর আপনার ফাইল টি Download হওয়া শুরু করবে ।

4shared.com :
# প্রথমে আপনার 4shared.com এর লিংকে যান ।

এখন আপনার Address Bar টি Clear করুন । এবং টাইপ করুন “javascript:startDownload()”

তারপর Waiting Time  কমতে থাকবে 19,18,17,16 তবুও যদি থেমে যায় তাহলে কোডটি আবার টাইপ করুন । পরে ফাইলের লিংক আসবে এবং ডাউনলোড হওয়া শুরু করবে ।

Hotfile.com :
# Hotfile.com থেকে ডাউনলোড লিংক টা ওপেন করুন ।
# পরে Regular Download এ Click  করুন ।

তারপর যে পেজ টা আসবে সে পেজ এ 10 seconds wait দেখাবে । পরে Address Bar টি  Clear করে এ কোডটি দিন “javascript:(C-1)”  টাইপ করুন ।

# পরে  Captcha  প্রবেশ করান ।

এখন  Download the file  এ  click করুন  এবং click here to download  এ click করুন । পরে আপনার ফাইলটি download  হওয়া শুরু করবে ।

এভাবেই আপনি আপনার মোবাইলের Opera Mini  দিয়ে Mediafire.com, Ziddu.com, 4shared.com  এবং  Hotfile.com থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঢাকা শহরের আগের রূপ দেখুন

ভাবতেই অবাক লাগে আমাদের ঢাকা আগে কি ছিলো আর এখন কি অবস্তা। হতে পারতো এটি একটি পরিকল্পিত নগরী । আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ঢাকার কিছু পুরানো ছবি। ১৯৮০ সাল - ফুলবাড়িয়া রেলওয়ে ষ্টেশন ১৯৮০ সাল - মিটফোর্ড হাসপাতাল, বাবু বাজার, ঢাকা ১৯৬৩ সাল - গুলিস্থান সিনামা হল, দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত হল। ঢাকা আহসান মঞ্জিল চক বাজার-১৯০৪ সাল বাবু বাজার--১৮৮০ দেওয়ান বাজার মসজিদ -১৮৮০ কবি নজরুল কলেজ -১৮৮০ ঢাকা স্টোডিয়াম ১৮৫০ ১৯০৪ সাল - আজিমপুর সলিমুল্লাহ মাদ্রাসা ১৮৯০ সাল - রেসকোর্স ময়দান ১৯০৫ সাল - ইসলামপুর ঢাকা ১৮৭০ সাল - ধোলাই খাল ১৮৭০ সাল - বুড়ীগঙ্গার তীরে মন্দির নবাবদের পার্ক মোহাম্মদ মসজিদ-১৮৮৫ রমনা গেইট -১৮৭০ লালবাগ --১৮৭৫ দিলকুশা গার্ডেন--১৯০৪      

Some factors for where to save money

There are several options for where to save your money for retirement. Here are some suggestions from financial experts:   Roth IRA: While you can't withdraw your earnings from a Roth until age 59, you can withdraw your contributions. If you contribute $6,000 to your Roth each year from age 20 to 45, your total contributions would be $150,000. But if you earned an 8% annual return, your Roth would be worth nearly $440,000 when you hit early retirement .   Taxable brokerage account: If you plan to retire five or more years before age 59, your next best place to put retirement money away may be a taxable brokerage account. You'll have to pay taxes on your contributions and growth, but you'll be able to use the money at any time without penalty. Plus, in most years, you'll get a much better return for your money than in a savings account or CD . Need  save money for Freedom   High-yield savings accounts: While some of your money should be in the st...

জ্বীন হাজির ও বশীভূত করার একটি সহজ ও নিরাপদ নিয়ম [দুর্বল চিত্তের লোকেরা চেষ্টা করবেন না]

জ্বীন হাজিরের বেশ কিছু নিয়ম প্রচলিত আছে।  সবচেয়ে কার্যকর ও নিরাপদ নিয়মটি আমি নিচে দিচ্ছি। এই নিয়ম দ্বারা আপনি কাঙ্খিত কোন জ্বীন হাজির করতে পারবেন। এই জ্বীন দ্বারা আপনি যে কোন কাজ করাতে সক্ষম হবেন। তার আগে আপনাকে জ্বীন সম্পর্কে জানতে হবে। জ্বীন হচ্ছে আগুনের তৈরী একটা অশরীরি সত্বা। এরা লোকচক্ষুর অন্তরালে নিজেদের লুকিয়ে রাখে। এমনকি যার বশীভূত তার কাছেও লুকায়িত থাকতে পারে। এরা তার প্রভুর সব ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সদা প্রস্তুত থাকে। এরা কোন ৩টা ইচ্ছা নয়। অসংখ্য ইচ্ছা পূরণে প্রস্তুত। এই বিশেষ নিয়মকে আপনাদের বোঝার সুবিধার্থে ৩টা পদক্ষেপে বিভক্ত করে দিলামঃ ১। আমলটি অবশ্যই পূর্ণিমার রাতে রাত ১২টা থেকে ৩টার মধ্যে করতে হবে। ২। এই আমলটির জন্য ৪টা জিনিস প্রয়োজন হবেঃ ক.আয়না খ.কালো লিপস্টিক বা কালো কঠিন পদার্থ যা দিয়ে আয়নায় কোন প্রকার ক্ষতি ছাড়াই লেখা যায়। গ.সাদা, কালো ও লাল রঙের মোম। ঘ.আংটি বা তাবিজ; যার মাঝে জ্বীনটিকে বশ করে রাখবেন। ৩। কাজ শুরু করার সময় আপনার এমন একটি রুমে অবস্থান করতে হবে যে, রুমটি নির্জন ও সুন্দর। আপনার প্রয়োজনীয় জিনিসগুলো হাতেলের নাগালে রাখতে হবে। ...