সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গ্রামীনফোন মোডেম দিয়ে অন্যান্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার

আমরা অনেকেই মনে করি যে, গ্রামীনফোন মোডেম এ অন্য অপারেটরের সিম দিয়ে  ইন্টারনেট ব্যাবহার করা যায় না। কিন্তু আপনাদের বলতে চাই  যে গ্রামীনফোন মোডেম এ গ্রামীনফোন এর নাম লেখা থাকলেও এটা মূলত চাইনিজ কম্পানি হুয়াওয়ে র তৈরী করা ইন্টারনেট মডেম । এতে গ্রামীনফোন, বাংলালিংক , রবি ইত্যাদি নিজেদের অপারেটরের নাম ব্যবহার করে বাজারে বিক্রি করে । মোবাইল কোম্পানিগুলো মডেমের সাথে নিজেদের অপারেটরের ডিফাল্ট সফটওয়্যার দিয়ে দেয় যা ইন্সটল করে নেট কানেক্ট করতে হয় । আপনি চাইলে আপনার গ্রামীনফোন মোডেম এর ডিফল্ট সেটিংস নিজে কাস্টমাইজ করে অন্য অপারটর দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন । এজন্য আপনি যে অপারেটর ব্যাবহার করতে ইচ্ছুক তার Profile name , Access Number সম্পর্কে জানতে হবে । আমি বাংলালিঙ্ক দিয়ে ট্রাই করে ইন্টারনেট ব্যাবহার করেছি আর অন্যান্য অপারেটরের Access Number সংগ্রহ করেছি। গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে চাইলে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন ঃ



প্রথমে  গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software টি ওপেন করুন। 
তারপর Tools > Options > Profile Management Select করুন ।
অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে নতুন Profile বানানোর জন্য ডান পাশের প্যানেল হতে New Select করুন ।

এখান থেকে আপনি আপনার পছন্দমত অপারেটরের ইন্টারনেট ব্যবহারের জন্য Profile বানাতে পারবেন ।  সবগুলো ব্যবহার না করলেও প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারেন। প্রয়োজনীয় তথ্যগুলো নিচে দেওয়া হল।
বাংলালিংকের জন্য
Profile Name : Banglalink-WEB type করুন। APN Static Select করে blweb লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে Profile সেভ করুন।
এখন মোডেমে বাংলালিংকের সিম দিয়ে  ডিফল্ট Software এর  থকে Banglalink-WEB Select করে Connect Click করুন
রবি/একটেলের জন্য 
Profile Name : AKTEL-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে Profile সেভ করুন।
এখন মোডেমে একটেল সিম দিয়ে  মোডেমের  ডিফল্ট Software এর Connection থেকে AKTEL-INTERNET Select করে Connect এ Click করুন ।
 ওয়ারিরেদ জন্য
Profile Name : WARID-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে Profile সেভ করুন।
এখন মোডেমে ওয়ারিদ সিম দিয়ে  ডিফল্ট Software এর Connection থেকে WARID-INTERNET Select করে Connect এ Click করুন ।
টেলিটেক জন্য
টেলিটেক জন্য আপনাকে আইপি অ্যাড্রেস দিয়ে প্রোফাইল create করতে হবে। Advanced অপশনে গেলে আপনি আইপি অ্যাড্রেস দিতে পারবেন ।
Service Type – No Use No Pay
APN : wap
IP: 192.168.145.101
Port (optional) 9201
Service – Monthly/Daily Unlimited
APN: gprsunl
IP :192.168.145.101
Port (optional) 9201
OK করে Profile সেভ করুন।
এভাবে আপনি গ্রামীনফোন মোডেম দিয়ে আপনার পছন্দমত অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। গ্রামীনফোন মোডেম এর বাধ্যবাধকতা নিয়ে  কান্নাকাটির দিন শেষ । আপনি কোনটা ব্যবহার করছেন জানাতে ভুলবেন না কিন্তু । ভবিস্যতে পোস্ট টি আপডেট করার চেস্টা করব। ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঢাকা শহরের আগের রূপ দেখুন

ভাবতেই অবাক লাগে আমাদের ঢাকা আগে কি ছিলো আর এখন কি অবস্তা। হতে পারতো এটি একটি পরিকল্পিত নগরী । আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ঢাকার কিছু পুরানো ছবি। ১৯৮০ সাল - ফুলবাড়িয়া রেলওয়ে ষ্টেশন ১৯৮০ সাল - মিটফোর্ড হাসপাতাল, বাবু বাজার, ঢাকা ১৯৬৩ সাল - গুলিস্থান সিনামা হল, দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত হল। ঢাকা আহসান মঞ্জিল চক বাজার-১৯০৪ সাল বাবু বাজার--১৮৮০ দেওয়ান বাজার মসজিদ -১৮৮০ কবি নজরুল কলেজ -১৮৮০ ঢাকা স্টোডিয়াম ১৮৫০ ১৯০৪ সাল - আজিমপুর সলিমুল্লাহ মাদ্রাসা ১৮৯০ সাল - রেসকোর্স ময়দান ১৯০৫ সাল - ইসলামপুর ঢাকা ১৮৭০ সাল - ধোলাই খাল ১৮৭০ সাল - বুড়ীগঙ্গার তীরে মন্দির নবাবদের পার্ক মোহাম্মদ মসজিদ-১৮৮৫ রমনা গেইট -১৮৭০ লালবাগ --১৮৭৫ দিলকুশা গার্ডেন--১৯০৪      

jokes(daily update) 7

Jokes 1 এক লোক গেছে ড্রাইভিং লাইসেন্স আনতে। তাকে দেখানো হলো জেব্রা ক্রসিংয়ের ছবি,গিয়ারবক্স, রোড সাইন এগুলো। সে বলল- কিছুই চিনি না। পরিদর্শক বললেন, 'তোমার তো বেসিক জ্ঞ্যানই নাই, লাইসেন্স দেয়া হবে না।' লোকটা একটা ছবি বের করে বলল, 'এনারা আমাকে পাঠিয়েছেন।' পরিদর্শক বলল, 'এনাদের কে চেনো?' লোকটি বলল, 'চিনিঃ একজন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আরেকজন প্রাক্তন অর্থ মন্ত্রী অসীম দাশগুপ্ত।' পরিদর্শক লিখে দিলেন, 'লাইসেন্স দেয়া যেতে পারে। মন্ত্রী বলেছেন গরু ছাগল চিনলে লাইসেন্স দেয়া যাবে। আবেদনকারীর এই যোগ্যতা প্রমানিত হয়েছে।' Jokes 2 ১৯৯৫ ১ম বন্ধু :কারেন্ট কখন যায় রে ২য় বন্ধু :জানি না । মনে হয় মাসে একবার ২০০০ ১ম বন্ধু :কারেন্ট কেন গেল রে ...২য় বন্ধু :মনে হয় ট্রান্সফরমার পাল্টাইতাছে ২০১০ ১ম বন্ধু :কারেন্ট কখন আসবে ? ২য় বন্ধু :আমাদের এলাকায় গেলে তোদের এলাকায় আসবে ২০১৪ ১ম বন্ধু : শুনলাম আজ নাকি কারেন্ট আসবে ? ২য় বন্ধু :না রে ,সব ভুয়া খবর । আজকে রাজশাহীর দিন ,কালকে খুলনা ,এরপর ঢাকা ২০২১ ১ম বন্ধু :দোস্ত আগেকার দিনে বলে কারেন্ট আসত ২য...

Best top 5 gaming smartphone in 2023

Samsung Galaxy S23 Ultra   6.8-inch AMOLED display with 120Hz refresh rate Snapdragon 8 Gen 2 processor 12GB/16GB RAM 1TB/2TB storage 108MP main camera 40MP front camera 5000mAh battery Starting price: $1200 The Samsung Galaxy S23 Ultra is the best overall gaming smartphone in 2023. It has a powerful processor, a large and vibrant display, and plenty of RAM and storage. It also has a great camera system for capturing your gaming highlights. Review - http://gg.gg/phonereview Asus ROG Phone 7 Ultimate 6.8-inch AMOLED display with 165Hz refresh rate Snapdragon 8 Gen 2+ processor 18GB RAM 1TB storage 64MP main camera 12MP front camera 6000mAh battery Starting price: $1500 The Asus ROG Phone 7 Ultimate is the most powerful gaming smartphone in 2023. It has a dedicated gaming processor, a superfast display, and a ton of RAM. It also has a number of gaming-specific features, such as a side-mounted fan and a customizable RGB logo. Review - http://gg.gg/phonereviews Sony Xperia 5 IV 6.1-inc...