আমরা অনেকেই মনে করি যে, গ্রামীনফোন মোডেম এ অন্য অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করা যায় না। কিন্তু আপনাদের বলতে চাই যে গ্রামীনফোন মোডেম এ গ্রামীনফোন এর নাম লেখা থাকলেও এটা মূলত চাইনিজ কম্পানি হুয়াওয়ে র তৈরী করা ইন্টারনেট মডেম । এতে গ্রামীনফোন, বাংলালিংক , রবি ইত্যাদি নিজেদের অপারেটরের নাম ব্যবহার করে বাজারে বিক্রি করে । মোবাইল কোম্পানিগুলো মডেমের সাথে নিজেদের অপারেটরের ডিফাল্ট সফটওয়্যার দিয়ে দেয় যা ইন্সটল করে নেট কানেক্ট করতে হয় । আপনি চাইলে আপনার গ্রামীনফোন মোডেম এর ডিফল্ট সেটিংস নিজে কাস্টমাইজ করে অন্য অপারটর দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন । এজন্য আপনি যে অপারেটর ব্যাবহার করতে ইচ্ছুক তার Profile name , Access Number সম্পর্কে জানতে হবে । আমি বাংলালিঙ্ক দিয়ে ট্রাই করে ইন্টারনেট ব্যাবহার করেছি আর অন্যান্য অপারেটরের Access Number সংগ্রহ করেছি। গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে চাইলে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন ঃ
প্রথমে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software টি ওপেন করুন।
তারপর Tools > Options > Profile Management Select করুন ।
অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে নতুন Profile বানানোর জন্য ডান পাশের প্যানেল হতে New Select করুন ।
এখান থেকে আপনি আপনার পছন্দমত অপারেটরের ইন্টারনেট ব্যবহারের জন্য Profile বানাতে পারবেন । সবগুলো ব্যবহার না করলেও প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারেন। প্রয়োজনীয় তথ্যগুলো নিচে দেওয়া হল।
বাংলালিংকের জন্য
Profile Name : Banglalink-WEB type করুন। APN Static Select করে blweb লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে Profile সেভ করুন।
এখন মোডেমে বাংলালিংকের সিম দিয়ে ডিফল্ট Software এর থকে Banglalink-WEB Select করে Connect Click করুন
রবি/একটেলের জন্য
Profile Name : AKTEL-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে Profile সেভ করুন।
এখন মোডেমে একটেল সিম দিয়ে মোডেমের ডিফল্ট Software এর Connection থেকে AKTEL-INTERNET Select করে Connect এ Click করুন ।
ওয়ারিরেদ জন্য
Profile Name : WARID-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে Profile সেভ করুন।
এখন মোডেমে ওয়ারিদ সিম দিয়ে ডিফল্ট Software এর Connection থেকে WARID-INTERNET Select করে Connect এ Click করুন ।
টেলিটেক জন্য
টেলিটেক জন্য আপনাকে আইপি অ্যাড্রেস দিয়ে প্রোফাইল create করতে হবে। Advanced অপশনে গেলে আপনি আইপি অ্যাড্রেস দিতে পারবেন ।
Service Type – No Use No Pay
APN : wap
IP: 192.168.145.101
Port (optional) 9201
Service – Monthly/Daily Unlimited
APN: gprsunl
IP :192.168.145.101
Port (optional) 9201
OK করে Profile সেভ করুন।
এভাবে আপনি গ্রামীনফোন মোডেম দিয়ে আপনার পছন্দমত অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। গ্রামীনফোন মোডেম এর বাধ্যবাধকতা নিয়ে কান্নাকাটির দিন শেষ । আপনি কোনটা ব্যবহার করছেন জানাতে ভুলবেন না কিন্তু । ভবিস্যতে পোস্ট টি আপডেট করার চেস্টা করব। ধন্যবাদ।
প্রথমে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software টি ওপেন করুন।
তারপর Tools > Options > Profile Management Select করুন ।
অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে নতুন Profile বানানোর জন্য ডান পাশের প্যানেল হতে New Select করুন ।
এখান থেকে আপনি আপনার পছন্দমত অপারেটরের ইন্টারনেট ব্যবহারের জন্য Profile বানাতে পারবেন । সবগুলো ব্যবহার না করলেও প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারেন। প্রয়োজনীয় তথ্যগুলো নিচে দেওয়া হল।
বাংলালিংকের জন্য
Profile Name : Banglalink-WEB type করুন। APN Static Select করে blweb লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে Profile সেভ করুন।
এখন মোডেমে বাংলালিংকের সিম দিয়ে ডিফল্ট Software এর থকে Banglalink-WEB Select করে Connect Click করুন
রবি/একটেলের জন্য
Profile Name : AKTEL-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে Profile সেভ করুন।
এখন মোডেমে একটেল সিম দিয়ে মোডেমের ডিফল্ট Software এর Connection থেকে AKTEL-INTERNET Select করে Connect এ Click করুন ।
ওয়ারিরেদ জন্য
Profile Name : WARID-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে Profile সেভ করুন।
এখন মোডেমে ওয়ারিদ সিম দিয়ে ডিফল্ট Software এর Connection থেকে WARID-INTERNET Select করে Connect এ Click করুন ।
টেলিটেক জন্য
টেলিটেক জন্য আপনাকে আইপি অ্যাড্রেস দিয়ে প্রোফাইল create করতে হবে। Advanced অপশনে গেলে আপনি আইপি অ্যাড্রেস দিতে পারবেন ।
Service Type – No Use No Pay
APN : wap
IP: 192.168.145.101
Port (optional) 9201
Service – Monthly/Daily Unlimited
APN: gprsunl
IP :192.168.145.101
Port (optional) 9201
OK করে Profile সেভ করুন।
এভাবে আপনি গ্রামীনফোন মোডেম দিয়ে আপনার পছন্দমত অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। গ্রামীনফোন মোডেম এর বাধ্যবাধকতা নিয়ে কান্নাকাটির দিন শেষ । আপনি কোনটা ব্যবহার করছেন জানাতে ভুলবেন না কিন্তু । ভবিস্যতে পোস্ট টি আপডেট করার চেস্টা করব। ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন