Jokes 1 এক চাইনীজ হাসপাতালে ছিল… হাবলু তাকে দেখতে গেল… চাইনীজ বলল…” চিং চোঙ…মিইকুং কং… চা নাউ ” এবং মরে গেল… হাবলু চীনে গেল কথাটার অর্থ জানার জন্য অর্থ টা হল… … …“কুত্তা…আমার অক্সিজেন পাইপ থেকে পা উঠা…” Jokes 2 এক বাচ্চা রাস্তা দিয়ে কুকুর নিয়ে যাচ্ছিল এক পুলিশ হাসতে হাসতে বলেঃ "কিরে তোর ভাইরে নিয়া কই যাস??" বাচ্চাঃপুলিশে ভর্তি করাইতে নিয়া যাইতেছি!! Jokes 3 গার্ল ফ্রেন্ডঃ গত রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছি বয়ফ্রেন্ড( ভীষণ উত্তেজিত): আমি কি করছি তোমার স্বপ্নে এসে? গার্ল ফ্রেন্ড উত্তর দিলঃ” আমরা বাস এ করে যাচ্ছিলাম হঠাৎ বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়! সবাই সাতার কেটে নিজেদের যান বাঁচাতে বাস্ত ছিল কিন্তু তুমি তখন ও কাকে যেন খুজতেছিলা!! বয়ফ্রেন্ড(খুশি হয়ে): আমি তোমাকে খুজছিলাম তাই না?? গার্ল ফ্রেন্ড বলল আরে না!! তুমি চিল্লাইতাছিলা . . . “ আরে কন্ডাক্টর শালা কই গেল, দুইটাকা পাইতাম”