কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকবেন এটাই কামনা করি। আজ আপনাদের জন্য এনেছি একটি জটিল সফটওয়্যার। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে।
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ…….
আমরা সবাই কম-বেশি কম্পিউটারের বিভিন্ন সমস্যার সম্মূখীন হয়েছি। এগুলো প্রায়গুলোই আমরা ঘরে বসেই ঠিক করতে পারি। কিন্তু একটি সমস্যা দেখুন, আমাদের ব্যবহৃত হার্ডডিক্সটি যদি নষ্ট হয়ে যায়, মানে এর ব্যাড সেক্টর নষ্ট হয়ে গেলে আমাদের পড়তে হয় বেশ বিপাকে। এক্ষেত্রে আপনাকে যেতে হয় কম্পিউটার সাভিসিং সেন্টারে, সাথে আপনাকে গুণতে হবে টাকা। কেন আপনি সাভিসিং সেন্টারগুলোকে টাকা দিবেন? আর টাকা দিতে হবে না সাভিসিং সেন্টারগুলোকে। এখন আপনি হলেন হার্ডডিক্সের ব্যাড সেক্টর ফিরিয়ে আনার ইঞ্জিনিয়ার।
সফটয়্যারটির নাম Flobo Hard Disk Repair. আপনি এই সফটওয়্যারটি দিয়ে নষ্ট হওয়া হার্ডডিক্সে দিতে পারবেন এর প্রাণ। তার উপর দেখতে পারবেন হার্ডডিক্সের ব্যাড সেক্টর আছে কিনা। আরও মজার বিষয় কি জানেন? বিষয়টি হল এটি ব্যবহার করতে আপনাকে যেতে হবে না সেই জটিল পর্যায় ডসে। আপনি এই কাজটি করতে পারবেন আপনার উইন্ডোজ থেকেই। এবার চলুন কাজে….
কিভাবে সমাধান করবেন আপনার ব্যাড সেক্টর
- প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
- এবার সফটওয়্যারটি চালু করুন।
- এবার দেখুন সফটওয়্যারটির বামদিকের উপরে “Bad Sector Repair” বাটন আছে।
- বাটনটিতে ক্লিক করুন।
- তারপর আপনার নষ্ট হার্ডডিক্সটি নির্বাচন করে “Bad Sector Repair” বাটনএ ক্লিক করুন।
- কাজ শেষ।
- সফটওয়্যারটি তার কাজ শুরু করে দিবে।
- এতে কিছু সময় লাগবে।
- সফটওয়্যারটি প্রথমে আপনার হার্ডডিক্সটি স্ক্যান করে দেখবে ব্যাড সেক্টর আছে কিনা। যদি থাকে তাহলে সে রিপেয়ার করে দিবে।
- তাহলে আর কোন চিন্তাই রইল না। তাহলে আপনাকে আর যেতে হবে না, সাভিসিং সেন্টারে।
- একটা কথা শুনুন, আপনার যে টাকা বেঁচে গেছে তা আমার ঠিকানায় পাঠিয়ে দিবেন
।
তাছাড়া এর আরও অনেকগুলো অপশন রয়েছে। যেগুলো দিয়ে আপনি দেখতে পারবেন আপনার হার্ডডিক্সটি কেমন আছেন, তার সকল তথ্য সমূহ, ব্যাড সেক্টর আছে কিনা, হার্ডডিক্সের স্পীড কেমন ইত্যাদি। তাহলে আজই ডাউনলোড করে নিন আপনার পছন্দ হওয়া এই সফটওয়্যারটি।
সবাইকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ…….
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন