সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিছু অসাধারন লোগো, যা দেখতে সাধারন কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে অনেক অজানা তথ্য

এখনকার যুগটাই Branding এর, আমরা একটি পণ্যের মান সম্পর্কে জানতে পারি তার Brandএর মাধ্যমে। যেমন চায়না মোবাইল বললেই আমরা ধরে নেই সেটটা খুব একটা ভালো হবে না। আবার নকিয়া বললেই ২ চোখ বন্ধ করে নেয়া যায়। আমরা প্রতিনিয়ত অনেক বিখ্যাত কোম্পানির লোগো দেখি টিভি অ্যাডে বা বিল বোর্ডে। আপাত দৃষ্টিতে শুধুই একটি লোগো মনে হলেও এর মধ্যেই অনেক লুকানো তথ্য থাকে যা আমরা সাধারণভাবে দেখে বুঝতে পারিনা


১. যেহেতু আমার বন্ধু VAIO তাই এটা দিয়েই শুরু , লোগোটি দেখুন


এর প্রথম দুটি অক্ষর দিয়ে এনালগ সিগনাল বুঝাচ্ছে। আর শেষের দুটি অক্ষর দেখতে 1 and 0 এর মত যা দিয়ে ডিজিটাল সিগনাল বোঝাচ্ছে।

২ .Amazon.com


কি আপাত দৃষ্টিতে কিছু বুঝতে পারেন? ভালো করে দেখুন লোগোটিতে হলুদ তীর চিহ্ন দিয়ে হাসি বুঝানো হচ্ছে, যা দারা ওরা ওদের ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টির বিষয়টি বুঝাতে চাচ্ছে। আর ভালো করে লক্ষ্য করুন তীর চিহ্নটি a থেকে z পর্যন্ত, অর্থাৎ ওদের স্টোরে a থেকে z পর্যন্ত সব ধরনের পণ্যই পাওয়া যায়

৩. FedEx


FedExএর এই লোগোটির গোপন বার্তা খুব সহজে বুঝা যায়না। একটু ভাল করে লক্ষ করলে দেখবেন E এবং X এর মধ্যে একটা তীর চিহ্ন গঠিত হয় যা দারা ওদের কোম্পানির গতি এবং যথার্থতা কে বুঝানো হয়

৪.Unilever


এই লোগো দেখননি এরকম মানুষ আমাদের দেশে কেনো পৃথিবীতেই কম আছেন। আপাত দৃষ্টিতেতো একটি U দেখছেন, কিন্তু এর মধ্যে রহস্যটা কোথায়? আসলে ইউনিলিভার এমন একটি কোম্পানি যা খাবার-দাবাড় থেকে শুরু করে সাবান সবধরনের সেবা ও পণ্যই প্রস্তুত করে থাকে।আর এই সব পন্যই তাদের লোগোর মধ্যে বিভিন্ন চিহ্ন দিয়ে ফুটিয়ে তুলেছে। যেমন- হার্ট দিয়ে love, care and health, পাখি দিয়ে ফ্রিডম ও শার্ট দিয়ে পরিস্কার পরিচ্ছন কাপড় বোঝানো হয়েছে

৫. Continental


Continental বিখ্যাত টায়ার প্রস্তুতকারী। ভালো করে লক্ষ্য করুন, এদের লোগোর প্রথম দুটি বর্ণ দারা ত্রি-মাত্রিক টায়ার দেখানো হয়েছে

৬. Formula 1


লোগোটি বুঝা একটু কঠিন, দেখুন F-এর পাশে চিরুনির মত স্ট্রিপ গুলোর মাধ্যমে একটি উল্টো 1(one) গঠিত হয়েছে, যা দারা গতি বুঝানো হয়েছে।

৭. Sun Microsystems


সানের লোগোটি ভালো করে দেখুন, যেদিক থেকেই দেখুন না কেনো আপনি SUN দেখতে পারবেন

৮. Shark Energy Drink


লোগোটি সহজ, দেখুন কত সহজে SHARK শব্দগুলোর মাধ্যমে মুলত একট শার্কের ছবি ফুটিয়ে তোলা হয়েছে

৯. Bangladesh Porjoton Corporation


দেখুন এখানে পাখির মাথার পেছনের অংশে B , পায়ের অংশ P এবং লেজের দিকটায় C, অর্থাৎ BPC- Bangladesh Porjoton Corporation। বাঙ্গালিও কম কিসে?

১০.Twins


দেখুন TWINS লিখবার সময় N কে বাকিয়ে 2 এর মত রুপ দেয়া হয়েছে, অর্থাৎ N এর মধ্যেই 2 কে ফুটিয়ে তোলা হয়েছে।

১১. Eight


লোগোটি অসাধারন, প্রত্যেকটি বর্ণের মধ্যে 8 এর কিছু না কিছু অংশ আছে।

১২. Goodduck


ভালো করে দেখুন, g এর মধ্যেই ওরা ওদের নামের duck অর্থাৎ হাসকে ফুটিয়ে তুলেছে

১৩. Pencil


Pencil শব্দের শেষের দিকে i এবং l দারা একটি পেন্সিল ফুটিয়ে তোলা হয়েছে।

১৪. IBM


দেখুন I B এবং M প্রত্যেকটি বর্ণে দেখবেন আটটা লাইন সহজেই দেখা যায় যা দিয়ে গতি এবং ডায়নামিজম বোঝানো হয়েছে ।

১৫. GreenLabs


লোগোটি দেখলে মনে হবে বেহুদা একটা সবুজ গাছ, কিন্তু গাছের মাথায় ভালো করে দেখুন, মানুষের ব্রেইন দেখতে পারবেন, যা দারা ওদের কোম্পানির কর্মচারীদের দক্ষতা বুঝানো হয়েছে, এবং এর মাধ্যমে ওদের নাম GreenLabs এর green এর সবুজ গাছ আর labs এর বুদ্ধি ফুটে উঠেছে।

১৬. Horror Films


নামের মত লোগোতেও কি ভুত দেখতে পাচ্ছেন?

১৭. LOOK


এটা বুঝাতো খুবি সহজ

১৮. Concealed logo


চমৎকার একটি লোগো । দেখুন কিভাবে শিশু দুটির হাতের মাঝে শান্তির প্রতিক পায়রা ফুটিয়ে তোলা হয়েছে

১৯. Peace


লোগোটি বামদিক লক্ষ্য করলে মানুষ আর ডান দিক লক্ষ্য করলে শান্তির প্রতিক পায়রা দেখতে পারবেন

২০. B


দেখুন লোগোটির মাঝে কতসুন্দর ভাবে 'B' এবং 'Bee' (মৌমাছি) দুটিকেই ফুটিয়ে তোলা হয়েছে

২১. Talkmore


দেখুন কত সুন্দর ভাবে talk এর a এবং more এর e কে উল্টিয়ে দিয়ে মুলত inverted comma কে উল্টিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ কোনও কথাই আর inverted commaর মধ্যে সীমিত থাকবেনা, আরও প্যাঁচাল চলবে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

jokes(daily update) 7

Jokes 1 এক লোক গেছে ড্রাইভিং লাইসেন্স আনতে। তাকে দেখানো হলো জেব্রা ক্রসিংয়ের ছবি,গিয়ারবক্স, রোড সাইন এগুলো। সে বলল- কিছুই চিনি না। পরিদর্শক বললেন, 'তোমার তো বেসিক জ্ঞ্যানই নাই, লাইসেন্স দেয়া হবে না।' লোকটা একটা ছবি বের করে বলল, 'এনারা আমাকে পাঠিয়েছেন।' পরিদর্শক বলল, 'এনাদের কে চেনো?' লোকটি বলল, 'চিনিঃ একজন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আরেকজন প্রাক্তন অর্থ মন্ত্রী অসীম দাশগুপ্ত।' পরিদর্শক লিখে দিলেন, 'লাইসেন্স দেয়া যেতে পারে। মন্ত্রী বলেছেন গরু ছাগল চিনলে লাইসেন্স দেয়া যাবে। আবেদনকারীর এই যোগ্যতা প্রমানিত হয়েছে।' Jokes 2 ১৯৯৫ ১ম বন্ধু :কারেন্ট কখন যায় রে ২য় বন্ধু :জানি না । মনে হয় মাসে একবার ২০০০ ১ম বন্ধু :কারেন্ট কেন গেল রে ...২য় বন্ধু :মনে হয় ট্রান্সফরমার পাল্টাইতাছে ২০১০ ১ম বন্ধু :কারেন্ট কখন আসবে ? ২য় বন্ধু :আমাদের এলাকায় গেলে তোদের এলাকায় আসবে ২০১৪ ১ম বন্ধু : শুনলাম আজ নাকি কারেন্ট আসবে ? ২য় বন্ধু :না রে ,সব ভুয়া খবর । আজকে রাজশাহীর দিন ,কালকে খুলনা ,এরপর ঢাকা ২০২১ ১ম বন্ধু :দোস্ত আগেকার দিনে বলে কারেন্ট আসত ২য...

ভাইরাস এবং এন্টিভাইরাস

ভাইরাসঃ ভাইরাস একটি ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস বাইরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে এবং গোপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রোগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। কম্পিউটার ভাইরাস হলো এমন একটি প্রোগ্রাম যা একটি ধ্বংসকারী হিসেবে নিজেকে (অথার্ৎ এর “এক্সিকিউটেবল” অংশকে) অন্যান্য প্রোগ্রামের সাথে সেঁটে দিয়ে নিজের অসংখ্য প্রতিরুপ (ডুপলিকেট) তৈরির মাধ্যমে সংক্রমণ ঘটায় এবং পর্যায়ক্রমে এর ধ্বংসযজ্ঞের বিস্তৃতির নিশ্চয়তা বিধান করে। প্রকারান-রে এ সংক্রমিত প্রোগ্রামগুলো ভাইরাসের হয়ে অন্যান্য সুস’ প্রোগ্রামগুলোতে সংক্রমণ ঘটায়। কম্পিউটারের পরিভাষায় ভাইরাস (Virus) শব্দটিকে ভাঙলে পাওয়া যায় ’’ভাইটাল ইনফরমেশন রিসোর্সস আন্ডার সিজ’’ বা Vital Information Resources Under Seize = VIRUS . অথ্যার্ৎ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। প্রখ্যাত গবেষক প্রেড কোহেন ভাইরাস এর নামকরণ করেন। আবার অনেকেই VIRUS কে Very Important Resource under Seize নামেও অভিহিত করে থাকেন। ...

খুব সহজ এ আপনার দাগ পড়া সিডি এর ডাটা উদ্ধার করুন

সাধারনত নানা কারনে অনেক সময় আমাদের CD/DVD তে  দাগ পড়ে যায় ,যার ফলে অনেক দরকারী ডাটা হারিয়ে যায়, তো আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যারের পরিচয় করিয়ে দিবো যা আপনার দাগ পড়া CD/DVD থেকে নষ্ট হওয়া ডাটা ফিরিয়ে আনতে পারবেন….software টা অনেক কাজের তা আপনারা কাজ করলেই বুঝতে পারবেন।  মাত্র ৪১৭ Kb …                                                         download করুন http://www.wupload.com/file/214078740/UnstopCpy_5_2_Win2K_UP_Setup.rar ভাল লাগলে COMMENT করবেন