jokes 1
শিক্ষক: আচ্ছা, হাবলু, বলো তো কোন বইটা জীবনে সবচেয়ে বেশি দরকারি?
হাবলু: আমার বাবার চেকবই, স্যার।
শিক্ষক: বলিস কিরে!
হাবলু: ঠিকই তো বলেছি, স্যার। বই ছাড়াও তো স্কুলে আসা যায়, কিন্তু বাবার চেকবই না থাকলে এই স্কুল কি আমাকে পড়াবে, স্যার :Pjokes 3
কর্ডলেস টেলিফোন বেজে উঠতেই রিসিভার ওঠাল এক শিশু। তারপর ফিসফিস করে বলল, হ্যালো।
:হ্যালো, তোমার বাবা বাড়ি আছেন?
:আছেন, কিন্তু ব্যস্ত। ফিসফিস করে বলল শিশুটি।
:মা আছেন?
:হ্যাঁ, মাও ভীষণ ব্যস্ত।
:তাহলে কার সঙ্গে কথা বলব? বাড়িতে আর কেউ আছেন?
:পুলিশ ও দমকল কাকুরা আছেন।
:তাহলে অন্তত তাদের কাউকে দাও। খুব জরুরি কথা আছে।
:তাদেরও ডাকা যাবে না। ভীষণ ব্যস্ত।
:হায়! কী নিয়ে তারা এত ব্যস্ত?
:আমি লুকিয়ে আছি তো। সবাই আমাকে খুঁজছে।
একদা এক ছেলে তার এক সহপাঠীকে অনেক ভালোবাসতো।
।
একদিন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করলো।।
মেয়েটি রেগে গেল এবং তার প্রপোজ প্রত্যাখ্য ান করলো।।
কিছুদিন পর মেয়েটি ছেলেটির একটি বই নিয়ে তাতে লিখে দিল,
"আমি তোমাকে ভালোবাসি।। আমাকে ছেড়ে যেওনা প্লিজ।।"
কিন্তু ছেলেটি সেই লেখাটি দেখল না এবং মেয়েটির সাথে রেগে মেগে আর কথা বলল না।।
দুই বছর পর মেয়েটি আত্মহত্যা করলো।। :(
.
.
.
.
.
.
.
.
.
Moral: এইজন্যই বলি, মাঝে মাঝে বইটা খুলে দেখতে হয়।। :-P
একদিন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করলো।।
মেয়েটি রেগে গেল এবং তার প্রপোজ প্রত্যাখ্য
কিছুদিন পর মেয়েটি ছেলেটির একটি বই নিয়ে তাতে লিখে দিল,
"আমি তোমাকে ভালোবাসি।।
কিন্তু ছেলেটি সেই লেখাটি দেখল না এবং মেয়েটির সাথে রেগে মেগে আর কথা বলল না।।
দুই বছর পর মেয়েটি আত্মহত্যা করলো।। :(
.
.
.
.
.
.
.
.
.
Moral: এইজন্যই বলি, মাঝে মাঝে বইটা খুলে দেখতে হয়।। :-P
jokes 2
শিক্ষক: আচ্ছা, হাবলু, বলো তো কোন বইটা জীবনে সবচেয়ে বেশি দরকারি?
হাবলু: আমার বাবার চেকবই, স্যার।
শিক্ষক: বলিস কিরে!
হাবলু: ঠিকই তো বলেছি, স্যার। বই ছাড়াও তো স্কুলে আসা যায়, কিন্তু বাবার চেকবই না থাকলে এই স্কুল কি আমাকে পড়াবে, স্যার :P
কর্ডলেস টেলিফোন বেজে উঠতেই রিসিভার ওঠাল এক শিশু। তারপর ফিসফিস করে বলল, হ্যালো।
:হ্যালো, তোমার বাবা বাড়ি আছেন?
:আছেন, কিন্তু ব্যস্ত। ফিসফিস করে বলল শিশুটি।
:মা আছেন?
:হ্যাঁ, মাও ভীষণ ব্যস্ত।
:তাহলে কার সঙ্গে কথা বলব? বাড়িতে আর কেউ আছেন?
:পুলিশ ও দমকল কাকুরা আছেন।
:তাহলে অন্তত তাদের কাউকে দাও। খুব জরুরি কথা আছে।
:তাদেরও ডাকা যাবে না। ভীষণ ব্যস্ত।
:হায়! কী নিয়ে তারা এত ব্যস্ত?
:আমি লুকিয়ে আছি তো। সবাই আমাকে খুঁজছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন