এমন আজগুবি শিরোনাম দেওয়ার অর্থ কি? আসলে এই মুহুর্তে অন্য কোন কিছু মনে আসছে না বলেই দিলাম। অনেক সময় এমন হয়, আপনি কয়েকটা প্রোগ্রাম খুলে কাজ করছেন মনের ভুলে হটাৎ একটা প্রোগ্রাম বন্ধ করে দিলেন। এবং সাথে সাথেই "হায় হায় এটা কি করলাম!!!" বলে মাথায় হাত। কারণ বন্ধ করা প্রোগ্রামটি আপনার কিছু দরকারী তথ্য ছিল যা আবার চালু করলেও পাওয়ার সম্ভাবনা নেই। এই রকম ঘটনা কম-বেশি সবারই হয়। ঠিক আছে আজ থেকে আপনাদের একটা ক্ষমতা দিলাম। বন্ধ করা প্রোগ্রাম ৬০ সেকেন্ডের মধ্যে চাইলে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। ভাছেন, অলৌকিক কাজ-কারবার নাকি? না না :) আমার সে রকম কোন ক্ষমতা নেই।
আমি শুধু আপনাদের একটা সফটওয়্যারের নাম বলে দেব যা ব্যবহার করে এই কাজটি করা যায়। সফটওয়্যারটি হল GoneIn60s। ছোট এই ইউটিলিটি সফটওয়্যারটি চালু করে রাখুন। সিস্টেম ট্রে তে একটা বিদ্যুতের আইকন দেখতে পাবেন। এখন যে কোন প্রোগ্রাম বন্ধ করার পর ৬০ সেকেন্ডের মধ্যে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বিদ্যুতের আইকনটিতে রাইট মাইস ক্লিক করে বন্ধ করা প্রোগ্রামটির নাম ক্লিক করুন। তবে ৬০ সেকেন্ড পার হয়ে গেলে আর কাজ হবে না। ডাইনলোড করুন এই লিংক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন