সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

All-In-One সিক্যুরিটি সল্যুশন: আজীবনের জন্য নতুন ESET Smart Security 5 Full Version!!! Virus এবার পালাবি কোথায়???

কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি অ্যান্টিভাইরাস, যার কোন বিকল্প শুধুমাত্র আমার কাছেই না, হয়তো এই দুনিয়াতেই নাই। কথাটা এতো জোর দিয়ে বলার কারন হচ্ছে, আমি আসলেই এর প্রেমে অনেকদিন হাবুডুবু খাচ্ছি। কারন কম্পিউটারের Configuration খুব ভালো না হলে Kaspersky, Norton, Bit Difender ইত্যাদি সব নামকরা অ্যান্টিভাইরাস ইনস্টল করার পর হয়তো কম্পিউটার ভাইরাসমুক্ত থাকে কিন্তু আপনার সাধের কম্পিউটারটি এক অ্যান্টিভাইরাসের চাপেই "গা্ড়ি চলে না, চলে না, চলে না রে" অবস্থায় পড়ে যায়। কম্পিউটারই যদি স্লো করে মেজাজটাই যদি বিলা করে দেয়, কি লাভ এইসব অ্যান্টিভাইরাস ব্যবহার করে? ফেলে দিন এইসব মাথা আর কম্পিউটার দুই-ই Hang করা প্রো্ডাক্ট।  ডাউনলোড করে নিন Eset Smart Security 5 এবং ব্যবহার করা শুরু করুন। ১০০% আপনার কম্পিউটার "গা্ড়ি চলে না, চলে না, চলে না রে" এই গান ভুলে যাবে চিরদিনের জন্য এবং শুরু করবে এই গানটি "You Are My Chamak Challo".কেন ব্যবহার করবেন Eset Smart Security 5? কারন, এটি অন্য সকল অ্যান্টিভাইরাস বা অন্য যে কোন Security Suite থেকে এটি ওজনে একেবারেই হালকা। এটি পিসিকে স্লো তো করেই না, সিস্টেম রিসোর্স ব্যবহার করে খুবই কম। কিন্তু আপনার কম্পিউটারটিকে Virus, Spyware, Malware, Rootkit ইত্যাদি থেকে সুরক্ষিত রাখতে অতুলনীয়। প্যারেন্টাল কন্ট্রোল, ক্লাউড পাওয়ার্ড ইঞ্জিন, গেমার মোড,  উন্নত এ্যান্টিভাইরাস, এ্যান্টিস্প্যাম ব্লকিং, বর্ধিত মিডিয়া কন্ট্রোল, কুইক স্টার্ট আপ, স্মার্ট ফায়ারওয়াল সহ কি নেই এইটাতে!!! যাক অনেক বকবক করে ফেললাম, এবার কাজের কথায় আসি।
১. প্রথমে এটি ডাউলোড করে নিন এই মিডিয়াফায়ার লিঙ্ক থেকে। ৬৪ বিটের উইন্ডোজের জন্য ক্লিক করুন এই লিঙ্কে।
২. Extract করে নিন।
৩. Extract করার পর  ess_nt32_enu.exe ফাইলটিতে ডাবল ক্লিক করে Next বাটনে ক্লিক করুন।


৪. I accept the terms in the License Agreement সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

৫. Typical সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

৬. I agree to participate in ESET ThreatSense.Net চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করুন।

৭. Enable detection of potentially unwanted applications সিলেক্ট করে Next করুন।

৮. Install বাটনে ক্লিক করুন।

৯. Finish বাটনে ক্লিক করুন।

১০. প্রোগ্রামটি রান করুন এবং Activate Later বাটনে ক্লিক করুন।
১১. কম্পিউটার রিস্টার্ট করুন Safe Mode এ। (বি:দ্র: কম্পিউটার Safe Mode এ Start করার জন্য আপনার কম্পিউটারটি Restart হওয়ার সময় BIOS information Screen থেকে অদৃশ্য হওয়ার সাথে সাথে এবং Windows logo চলে আসার আগেই কী-বোর্ডের F8 বাটনটি চাপ দিয়ে Safe Mode সিলেক্ট করুন। কিছুক্ষন অপেক্ষা করুন।)
১২. কম্পিউটার Safe Mode এ  Start হওয়ার পর ESET.PureFix.V2b.exe file টি Run করুন।


১৩. Enable বাটনে ক্লিক করুন।
১৪. কিছুক্ষন পর Confirmation Message পাওয়ার কম্পিউটারটি Normal Mode Restart করুন। ব্যস কাজ শেষ। এবার অ্যান্টিভাইরাসটি আপডেট করে নিন। এবার ব্যবহার করা শুরু করুন নিশ্চিন্তে।
টিউনটি উপকারে আসলে অবশ্যই মন্তব্য করবেন বলে আশা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঢাকা শহরের আগের রূপ দেখুন

ভাবতেই অবাক লাগে আমাদের ঢাকা আগে কি ছিলো আর এখন কি অবস্তা। হতে পারতো এটি একটি পরিকল্পিত নগরী । আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ঢাকার কিছু পুরানো ছবি। ১৯৮০ সাল - ফুলবাড়িয়া রেলওয়ে ষ্টেশন ১৯৮০ সাল - মিটফোর্ড হাসপাতাল, বাবু বাজার, ঢাকা ১৯৬৩ সাল - গুলিস্থান সিনামা হল, দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত হল। ঢাকা আহসান মঞ্জিল চক বাজার-১৯০৪ সাল বাবু বাজার--১৮৮০ দেওয়ান বাজার মসজিদ -১৮৮০ কবি নজরুল কলেজ -১৮৮০ ঢাকা স্টোডিয়াম ১৮৫০ ১৯০৪ সাল - আজিমপুর সলিমুল্লাহ মাদ্রাসা ১৮৯০ সাল - রেসকোর্স ময়দান ১৯০৫ সাল - ইসলামপুর ঢাকা ১৮৭০ সাল - ধোলাই খাল ১৮৭০ সাল - বুড়ীগঙ্গার তীরে মন্দির নবাবদের পার্ক মোহাম্মদ মসজিদ-১৮৮৫ রমনা গেইট -১৮৭০ লালবাগ --১৮৭৫ দিলকুশা গার্ডেন--১৯০৪      

Some factors for where to save money

There are several options for where to save your money for retirement. Here are some suggestions from financial experts:   Roth IRA: While you can't withdraw your earnings from a Roth until age 59, you can withdraw your contributions. If you contribute $6,000 to your Roth each year from age 20 to 45, your total contributions would be $150,000. But if you earned an 8% annual return, your Roth would be worth nearly $440,000 when you hit early retirement .   Taxable brokerage account: If you plan to retire five or more years before age 59, your next best place to put retirement money away may be a taxable brokerage account. You'll have to pay taxes on your contributions and growth, but you'll be able to use the money at any time without penalty. Plus, in most years, you'll get a much better return for your money than in a savings account or CD . Need  save money for Freedom   High-yield savings accounts: While some of your money should be in the st...

নখ পর্যবেক্ষণ করে নিরূপণ করুন আপনার স্বাস্থ্য

সুস্থ্য থাকতে কে না চায় ? সুস্থ্য থাকার জন্য নিজের শরীরের প্রতি যত্ন নেয়াটা একান্ত জরুরী। আর এ জন্য মাঝে মাঝেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত মেডিকেল চেক আপের জন্য। কিন্তু দুঃখের বিষয় রোগ না হলে বেশির ভাগ মানুষই ডাক্তারের কাছে যান না, নিছক অর্থ নষ্ট হবে মনে করে। আবার অনেকে আলসেমী করেও চেক আপ করান না, আর অনেকেতো সময়ই পান না ব্যস্ততার জন্য। তবে যে কারণেই চেক আপ করা বিরত থাকুন না কেন, যারা চেক আপ করাতে পারছেন না, হোক সেটা সময়ের অভাবে বা অন্য কোনো কারণে, তারা খুব সহজেই কোনো কোনো রোগের ব্যাপারে নিজের নিজের চেক আপ নিজেই করতে পারেন। এ কাজটি করা যায় আপনার নখ দেখে। কি, অবাক হচ্ছেন ? বন্ধুরা, অবাক হওয়ার কিছু নেই। মানুষের শরীরের বিভিন্ন রোগের পরিপ্রেক্ষিতে তার হাত বা পায়ের নখের আচরণ বিভিন্ন রকম আচরন করে থাকে, অর্থাৎ, বিভিন্ন রোগের প্রভাব নখেও পড়ে যা দেখে আপনি ঐ রোগ সম্পর্কে সচেতন হতে পারেন। ফ্কােশ নখঃ কােরা কােরা নেখর অগ্রভাগ মাত্রাতিরিক্ত ফ্কােশ হেয় থােক। এ ধরনের নখ শরীরের নিম্নলিখিত সমস্যাগুলোর লক্ষনগুলো প্রকাশ করে থাকে। * রক্তসলপতা * কনজাস্টিভ হার্ট ফেইল্যুর * যকৃত বা লিভার...