চোর বা ছিনতাই কারী যদি আপনাকে ফোর্স করে এটিএম বুথ থেকে টাকা তুলে নিতে চায়, তাহলে তার সঙ্গে ঝগড়া-বিবাদে কখনই যাবেন না এবং তাকে বাধা দেয়ার চেষ্ট করবেন না। তার নির্দেশমত এটিএম কার্ডটি পাঞ্চ করুন এবং পিন দেয়ার সময় বিপরীত পিন কোড দিন। যেমন: আপনার পিনকোড যদি ৫২১৭ হয় তাহলে পাঞ্চ করুন ৭১২৫। যখনি আপনি বিপরীত পিনকোড দেবেন তখন টাকা কাউন্ট হবে, টাকা আসবে ঠিকই কিন্তু বুথ থেকে টাকা বের হবেনা এবং এটি পুলিশ এলার্ট দেবে। যা ছিনতাইকারী বুঝতেও পারবেনা। প্রায় প্রতিটি এটিএম বুথে এই সুবিধা আছে। এই সিকিউরিটি ব্যবস্থা বিশেষ করে বিপদের চিহ্ন এবং সাহায্যের জন্য তৈরী করা। এই সার্ভিস সম্পর্কে অনেকেই সচেতন নন। তাই এটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন।
Jokes 1 এক লোক গেছে ড্রাইভিং লাইসেন্স আনতে। তাকে দেখানো হলো জেব্রা ক্রসিংয়ের ছবি,গিয়ারবক্স, রোড সাইন এগুলো। সে বলল- কিছুই চিনি না। পরিদর্শক বললেন, 'তোমার তো বেসিক জ্ঞ্যানই নাই, লাইসেন্স দেয়া হবে না।' লোকটা একটা ছবি বের করে বলল, 'এনারা আমাকে পাঠিয়েছেন।' পরিদর্শক বলল, 'এনাদের কে চেনো?' লোকটি বলল, 'চিনিঃ একজন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আরেকজন প্রাক্তন অর্থ মন্ত্রী অসীম দাশগুপ্ত।' পরিদর্শক লিখে দিলেন, 'লাইসেন্স দেয়া যেতে পারে। মন্ত্রী বলেছেন গরু ছাগল চিনলে লাইসেন্স দেয়া যাবে। আবেদনকারীর এই যোগ্যতা প্রমানিত হয়েছে।' Jokes 2 ১৯৯৫ ১ম বন্ধু :কারেন্ট কখন যায় রে ২য় বন্ধু :জানি না । মনে হয় মাসে একবার ২০০০ ১ম বন্ধু :কারেন্ট কেন গেল রে ...২য় বন্ধু :মনে হয় ট্রান্সফরমার পাল্টাইতাছে ২০১০ ১ম বন্ধু :কারেন্ট কখন আসবে ? ২য় বন্ধু :আমাদের এলাকায় গেলে তোদের এলাকায় আসবে ২০১৪ ১ম বন্ধু : শুনলাম আজ নাকি কারেন্ট আসবে ? ২য় বন্ধু :না রে ,সব ভুয়া খবর । আজকে রাজশাহীর দিন ,কালকে খুলনা ,এরপর ঢাকা ২০২১ ১ম বন্ধু :দোস্ত আগেকার দিনে বলে কারেন্ট আসত ২য...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন