আমদের দেশের অধিকাংশ নেট ইউজারাই লিমিটেড নেট ইউজ করে থাকে, মাসে ১ জিবি,২জিবি,৩জিবি বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ নিয়ে থাকে।লিমিটেড এই ইন্টারনেটের ব্যান্ডউইথ যে কবে শেষ হয়ে যায় বুঝতে পারি না,পরে খুব আফসোস হয় ইশ আগে যদি ইউজ করা ব্যান্ডউইথ জানতে পারতাম।তাই আজ আপনাদের সাথে শেয়ার করব HOO NET METER সফটওয়্যার যা দিয়ে আপনি প্রতিদিনের, প্রতি সপ্তাহের,প্রতি মাসের ইউজ করা ব্যান্ডউইথ বা ট্রাফিক জানতে পারবেন খুব সহজেই।শুধু এই নয় আরো জানতে পারবেন আপনার পিসি ইন্টারনেটের ডাউনলোড , আপলোড স্পিড।ব্যান্ডউইথ বা ট্রাফিক জানতে কীবোর্ডের F3 চাপুন,তাহলে উপরের ছবির মত ট্রাফিক জানতে পারবেন। ক্রাক দেওয়া আছে,তবে এতে কাজ নাও হতে পারে, ট্রাই করে দেখতে পারেন,তবে ক্রাকে কাজ না হলে দুশ্চিন্তার কিছু নাই আপনার কাছে সিরিয়াল কী কখনই চাইবে না। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন