সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যারা লিমিটেড ইন্টারনেট ইউজ করেন তারা একবার হলেও দেখুন

আমদের দেশের অধিকাংশ নেট ইউজারাই লিমিটেড নেট ইউজ করে থাকে, মাসে ১ জিবি,২জিবি,৩জিবি বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ নিয়ে থাকে।লিমিটেড এই ইন্টারনেটের ব্যান্ডউইথ যে কবে শেষ হয়ে যায় বুঝতে পারি না,পরে খুব আফসোস হয় ইশ আগে যদি ইউজ করা ব্যান্ডউইথ জানতে পারতাম।তাই আজ আপনাদের সাথে শেয়ার করব HOO NET METER সফটওয়্যার যা দিয়ে আপনি প্রতিদিনের, প্রতি সপ্তাহের,প্রতি মাসের ইউজ করা ব্যান্ডউইথ বা ট্রাফিক জানতে পারবেন খুব সহজেই।শুধু এই নয় আরো জানতে পারবেন আপনার পিসি ইন্টারনেটের ডাউনলোড , আপলোড স্পিড।ব্যান্ডউইথ বা ট্রাফিক জানতে কীবোর্ডের F3 চাপুন,তাহলে উপরের ছবির মত ট্রাফিক জানতে পারবেন। ক্রাক দেওয়া আছে,তবে এতে কাজ নাও হতে পারে, ট্রাই করে দেখতে পারেন,তবে ক্রাকে কাজ না হলে দুশ্চিন্তার কিছু নাই আপনার কাছে সিরিয়াল কী কখনই চাইবে না। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Send money, pay and get paid

A comprehensive all-in-one solution for your payment needs. AlertPay is an account-based payment processor allowing just about anyone with an email address to securely send and receive money with their credit card or bank account.      https://www.alertpay.com/?7eLKN7U%2fxBoG9ygWK3k9mg%3d%3d

আপনার পেন ড্রাইভ,মেমোরী কার্ডকে Write Protection থেকে চিরমুক্তি দিয়ে দিন

আমি কিছু দিন ধরে পেন ড্রাইভ,মেমোরী কার্ড এ Write Protection নামক সমস্যা টা নিয়ে অনেক ভুগতেছি।কোন কিছু কপি পেষ্ট করতে পারছিনা।যখন কোন কিছু কপি করতে যাই তখন এই লেখাটা আসে। ERROR COPYING FILE OR FOLDER cannot copy cd keys:The disk is Write-protected. remove the write-protection or use another disk তারপর অনেক কষ্ট করে এটার একটা সমাধান পেলাম।তা নিম্নে দেয়ার চেষ্টা করলাম।যদি আপনাদের কোন অপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব। থমে আপনার কম্পিউটারের Start Menu র Run এ গিয়ে regedit লেখে Enter প্রেস করুন। তারপর এই জিনিস গুলো অনুসরন করুন। HKEY_LOCAL_MACHINESYSTEMCurrentControlSetControlStorageDevicePoliciesতারপর ডান পাশের WriteProtect এ গিয়ে Double click করুন।তারপর Value Data Box এ গিয়ে ০ লিখে Enter প্রেস করুন।

সফটওয়্যার ছাড়াই ফোল্ডারে পাসওয়ার্ড

এখন ফোল্ডারে পাসওয়ার্ড বা গোপন নম্বর দেয়ার জন্য দরকার হবে না কোন সফটওয়্যারের। আর সফটওয়্যার ছাড়া এ কাজটি করতে হলে বাছাইকৃত ফোল্ডারটির ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন। এবার Send to অপশনে গিয়ে Compressed (Zipped folder) folder-এ ক্লিক করুন। ফলে ফোল্ডারটি Zip Folder-এ রূপান্তরিত হবে। এখন এই Zip folder-এ মাউস পয়েন্ট রেখে আবার ডান বাটনে ক্লিক করুন এবং Open with-এর Compressed (Zipped) folder-এ ক্লিক করুন। এখন যে নতুন উইন্ডোটি আসবে, সেখানে যে কোন খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password-এ ক্লিক করতে হবে এবং Password ও confirm Password-এ একই গোপন নম্বর দিয়ে ok করে দিতে হবে।

কম্পিউটার অটো Refresh হবে!

কম্পিউটারে কোন কাজ করার পর রিফ্রেস দেওয়াটা অনেকের কাছে রীতিমত অভ্যাসে পরিনত হয়ে গেছে। কারো কারো অভ্যাসটা এত বেশী হয়ে গেছে যে কারণে-অকারণেই অনেকে রিফ্রেস দেন । যাই হোক, আমি আজকে আপনাদের একটা ছোট টিপস শেয়ার করব। টিপসটি হল- কিভাবে সয়ংক্রিয়ভাবে রিফ্রেস করা যায় ? এই কাজটি করার ফলে কম্পিউটার নিজে নিজেই রিফ্রেস করে নেবে। আপনাকে আর কষ্ট করে মাউস দিয়ে রিফ্রেস করতে হবে না। এজন্য আপনাকে যা করতে হবে: Start Menu -> Run এ গিয়ে regedit লিখে ok করুন। Registry Editor চালু হবে। HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> Update এ গিয়ে ডান পাশে লেখা দেখবেন UpdateMode। এটাতে ডাবল ক্লিক করে ডাটা 1 এর পরিবর্তে 0 করে দিন। কম্পিউটার রিস্টার্ট করুন। ব্যাস হয়ে গেল। এখন থেকে আপনার কম্পিউটার অটোমেটিক রিফ্রেস হবে।

Double Click দিয়ে কোন Drive ওপেন করতে পারছেন না ?

কিছু ভাইরাস আছে যার আক্রান্ত পিসিতে ডাবল ক্লিক করে কোন ড্রাইভ খোলা যায় না । এমনকি ভাইরাস রিমুভ করার পরও সমস্যাটা থেকে যায় । এর কারন হল ভাইরাসগুলো ড্রাইভের রুটে autorun.inf নামে একটা ফাইল তৈরী করে । autorun.inf ফাইলটার কারনেই এই সমস্যাটা হয় । এই ফাইলটি কিন্তু ভাইরাস না তাই এন্টিভাইরাস একে মুছেনা(কোন এন্টিভাইরাস মুছে কিনা আমার জানা নেই) যার ফলে ভাইরাস ক্লিন করার পরও সমস্যাটা থেকে যায় । এক্ষেত্রে নিচের পদ্ধতিটা আপনার কাজে আসতে পারে । তবে আপনার পিসিতে যদি ভাইরাস থাকে তাহলে মুছে তেমন লাভ হবে না কিছুক্ষনের মধ্যেই ফাইলটি আবার তৈরী হয়ে যাবে । ১. Start Menu --> Run এ cmd লিখে এন্টার দিন । ডসের কমান্ডপ্রম্ট রান হবে । ২. যে ড্রাইভকে রিপেয়ার করতে চান সেই ড্রাইভের রুটে আসুন । ধরি, C: ড্রাইভ তাহলে cd\ লিখে এন্টার দিন । ৩. attrib -h -r -s autorun.inf লিখে এন্টার দিন । ৪. del autorun.inf লিখে এন্টার দিন । autorun.inf ফাইলটি মুছে যাবে । ৫. পিসি রিস্টার্ট করুন এবার ডাবল ক্লিক দিয়ে ড্রাইভ খুলতে পারবেন । এর পরে ও কাজ না হলে ধরে নিতে হবে আপনার পিসিতে এখনো ভাইরাস রয়ে গেছে । ভাল একটি এ

কি-বোর্ড দিয়ে কম্পিউটার চালু করুন

আমরা CPU এর পাওয়ার বাটন দিয়ে কম্পিউটার চালু করি। কিন্তু অনেক সময় পাওয়ার বাটন নষ্ট হলে কম্পিউটার চালু করতে সমস্যা হয়। ইচ্ছা করলে CPU এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় Del বাটন চেপে BIOS এর প্রবেশ করতে হবে। তারপর Power Management Setup নির্বাচন করে Enter প্রেস করে Power on my keyboard নির্বাচন করে Enter দিতে হবে। Password নির্বাচন করে Enter দিন। Enter Password এ কোন একটি কি পাসওয়ার্ড হিসাবে দিয়ে সেভ করে বের হতে হবে। এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে কম্পিউটার চালু করা যাবে। পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ড এর জন্য প্রযোজ্য হলেও অন্যান্য মাদারোর্ডেও এই পদ্ধতিটি পাওয়া যাবে।

কিভাবে ফেসবুকের চ্যাটে অপ্রয়োজনীয় বন্ধুদের থেকে লুকিয়ে থাকবেন

সমস্ত Facebook বন্ধুরা সেরা বন্ধু হতে পারেন না। চ্যাটিং-এ কখনো কখনো আমরা খুব বিরক্ত হয়ে যাই যেমন যখন আপনি পরিবারের সদস্য অথবা আপনার বিশেষ কারোর সাথে জরুরী বিষয় নিয়ে কথা বলছেন ঠিক সেই মুহূর্তে অন্যান্য বন্ধুরা আপনাকে বিরক্ত করতে পারে। আমার কাছে এটার একটা খুব ভাল সমাধান আছে, সেটা নিয়েই কথা হবে আজ। যাতে করে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় অন্যরা জানবেই না যে আপনি অনলাইনে আছে বা বন্ধ করে দিলে কখনই জানবেনা কখন আপনি অনলাইনে আসেন। এইটা আগে কেউ শেয়ার করে থাকলে আমার এই লেখা তাকেই উৎসর্গ করলাম। কিভাবে চ্যাটিং থেকে ফেসবুক বন্ধুদের গোপন করবেনঃ আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করুন Friends বাটনে ক্লিক করুন (প্রোফাইল ফটোর পরে বাম উপরে) যদি আপনি ইতোমধ্যে একটি বন্ধু তালিকা তৈরি করে থাকেন তাহলে আপনি Manage Friend List পাবেন আর যদি আপনি না বানিয়ে থাকেন তাহলে Edit Friends পাবেন, ওটাতে ক্লিক করুন  Create a List-এ ক্লিক করুন নতুন একটা পপ আপ আসবে ওটাতে আপনার ফ্রেন্ড গ্রুপের নাম লিখুন ও ফ্রেন্ড পছন্দ করে নিন Create List-এ ক্লিক করুন চ্যাটে ক্লিক করুন (নিচে) চ্

গ্রামীনফোন মোডেম দিয়ে অন্যান্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার

আমরা অনেকেই মনে করি যে, গ্রামীনফোন মোডেম এ অন্য অপারেটরের সিম দিয়ে  ইন্টারনেট ব্যাবহার করা যায় না। কিন্তু আপনাদের বলতে চাই  যে গ্রামীনফোন মোডেম এ গ্রামীনফোন এর নাম লেখা থাকলেও এটা মূলত চাইনিজ কম্পানি হুয়াওয়ে র তৈরী করা ইন্টারনেট মডেম । এতে গ্রামীনফোন, বাংলালিংক , রবি ইত্যাদি নিজেদের অপারেটরের নাম ব্যবহার করে বাজারে বিক্রি করে । মোবাইল কোম্পানিগুলো মডেমের সাথে নিজেদের অপারেটরের ডিফাল্ট সফটওয়্যার দিয়ে দেয় যা ইন্সটল করে নেট কানেক্ট করতে হয় । আপনি চাইলে আপনার গ্রামীনফোন মোডেম এর ডিফল্ট সেটিংস নিজে কাস্টমাইজ করে অন্য অপারটর দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন । এজন্য আপনি যে অপারেটর ব্যাবহার করতে ইচ্ছুক তার Profile name , Access Number সম্পর্কে জানতে হবে । আমি বাংলালিঙ্ক দিয়ে ট্রাই করে ইন্টারনেট ব্যাবহার করেছি আর অন্যান্য অপারেটরের Access Number সংগ্রহ করেছি। গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের ইন্টারনেট ব্যাবহার করতে চাইলে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন ঃ প্রথমে  গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software টি ওপেন করুন।  তারপর Tools > Options > Profile

পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন পুরনো পাসওয়ার্ড ছাড়াই

আজকে এখানে আমি যে পদ্ধতিটা বলব তার সাহায্যে আপনি নিমেষের মধ্যেই আপনার কোন বন্ধুর বা অন্য কারোর লগিন করা পিসির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারবেন পুরনো পাসওয়ার্ড বা কোন রকম হিনটস ছাড়াই।  Run এ গিয়ে CMD লিখে এন্টার দিন। Command Prompt উইন্ডো ওপেন হবে। এরপর C:/ আন্ডারে গিয়ে net user username newpassword লিখে এন্টার দিন । যেমন মনে করুন আপনার বন্ধুর ইউজারনেম Masud, আর আপনি নতুন যে পাসওয়ার্ডে পরিবর্তন করতে চাচ্ছেন সেটি হল Shobuj তাহলে আপনাকে লিখতে হবে- C:/net user Masud Shobuj । ব্যস হয়ে গেল। এবার Command Prompt উইন্ডো বন্ধ করে চেক করে দেখুন আপনি আপনার বন্ধুর কম্পিঊটারের পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন করতে পেরেছেন কিনা, ও হ্যাঁ আমাকে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।

আপনার কম্পিউটারের BIOS পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনি যদি কখনো আপনার কম্পিউটারের BIOS বা CMOS পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচের এই বায়োস পাসওয়ার্ড গুলো ব্যবহার করে দেখতে পারেন। সাধারনত বায়োস প্রস্তুতকারকরা বায়োসের মধ্যে কিছু ব্যাকডোর পাসওয়ার্ড সেট করে রাখে যা পাসওয়ার্ড ভুলে গেলে কাজে লাগে। নিচে সেই ধরনের কিছু ব্যাকডোর পাসওয়ার্ডের তালিকা দেওয়া হল: AMI BIOS পাসওয়ার্ড: A.M.I. AAAMMMIII AMI?SW AMI_SW AMI BIOS CONDO HEWITT RAND LKWPETER MI Oder PASSWORD AWARD BIOS পাসওয়ার্ড: 01322222 589589 589721 595595 598598 ALFAROME ALLy aLLy aLLY ALLY aPAf award award AWARD_SW AWARD?SW AWARD SW AWARD PW AWKWARD awkward BIOSTAR CONCAT CONDO Condo d8on djonet HLT J64 J256 J262 j332 j322 KDD Lkwpeter LKWPETER PINT pint SER SKY_FOX SYXZ syxz shift + syxz TTPTHA ZAAADA ZBAAACA ZJAAADC PHOENIX BIOS পাসওয়ার্ড: BIOS CMOS phoenix PHOENIX কিছু কমন পাসওয়ার্ড: ALFAROME BIOSTAR biostar biosstar CMOS cmos LKWPETER lkwpeter setup SETUP Syxz Wodj অন্যান্য প্রস্তুতকারকদের কিছু পা

মাত্র ১ মেগা: সফটওয়্যার গতিময় করে তুলবে আপনার কম্পিউটার

গতিময় করে তুলুন আপনার কম্পিউটার ।। মাত্র ১ মেগাবাইট সাইজের সফটওয়্যার আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কম্পিপউটার ব্যবহারের সময় মাঝে মধ্যেই কম্পিউটার খুব ধীর গতি সম্পন্ন হয়ে যায় । এর প্রধান একটি কারণ হল টেম্পোরি ফাইলের জায়গা দখল। টেম্পোরি ও অপ্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটারের জায়গা দখল করে কম্পিউটারকে স্লো করে দেয় । এসব ডিলিট করার জন্য অনেক ভারী ও বড় বড় সফটওয়্যার রয়েছে । কিন্তু আজ আমি আপনাদের DiskMax নামে একটি সফটওয়্যারের সাথে পরিচয় কয়ে দিব যা সাইজে ছোট হলেও কাজের কাজি । যা যা করতে পারবেনঃ ১। log, old, bak, tmp, dmp এসব ফাইল হার্ডডিস্ক স্ক্যান করে খুঁজে বের করে এবং ডিলিট করে। ২। খুবই দ্রুত অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করে এবং ডিলিট করে। ৩। প্রত্যেক ইউজার হিস্টরি, টেম্প,সাম্প্রতিক ব্যবহার করা ফাইলের তালিকা, এক্সপ্লোরার থাম্বনেইল ক্যাশ এবং উইন্ডোজ এরর রিপোটিং লগস পরিষ্কার করা। ৪।উইন্ডোজ ইভেন্টস লগ পরিষ্কার করা। ৫। অটোম্যাটিক্যালি রিসাইকেল বিন খালি করা। ৬। শক্তিশালী Defragmenter দিয়ে ডিফ্যাগ করতে পারে।

ফেসবুকের অ্যাকাউন্ট আরও নিরাপদ!!!

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে থাকা নিজের অ্যাকাউন্টকে আরও বেশি নিরাপত্তা দিতে পারেন।এর ফলে ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাকড হওয়া থেকে রক্ষা পেতে পারেন। নিজের অ্যাকাউন্ট আরও বেশি নিরাপদ করতে ফেসবুকে ঢুকে ডানে Account থেকে Account Settings-এ যান। এবার Account Security-এ ক্লিক করে Browse Facebook on a secure connection (https) whenever possible ও Send me an email এবং Send me a text message চেক বক্সগুলোতে টিক চিহ্ন দিন এবং Save করুন। এরপর থেকে ফেসবুকে ঢোকার পরপরই আপনার মোবাইলে একটি এসএমএস আসবে এবং আপনার মেইলে (আইপি, অবস্থান, সময় ইত্যাদিসহ) একটি মেইল আসবে। যদি অনাকাঙ্ক্ষিত কেউ ঢুকে থাকে বা হ্যাক করে, তাহলে আপনি বিষয়টি তৎক্ষণাৎ জানতে পারবেন এবং ব্যবস্থা নিতে পারবেন।

ফেসবুকে ভিডিও চ্যাট !!!

প্রায় এক বছরেরও বেশি সময় ধরে টেকবিশ্বে গুজব ছিলো সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক ভিডিও চ্যাট সুবিধা আনবে। অবশেষে সে গুজবকে সত্যি করতেই যেন ফেসবুক প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকাবার্গ জানিয়েছেন, আগামি সপ্তাহেই ফেসবুকে যোগ হচ্ছে ভিডিও চ্যাটিং সুবিধা। খবর ম্যাশএবল-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুক এবং স্কাইপি মিলেই ফেসবুকে এই সুবিধা যোগ করতে যাচ্ছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্কাইপি কর্তৃপক্ষ এবং ফেসবুক কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর ফলে ফেসবুকের ডেটা সরাসরি স্কাইপিতে যোগ হবে। যার অর্থ দাঁড়াচ্ছে স্কাইপি সফটওয়্যারটিই আসলে চলে আসছে ফেসবুক-এ।

facebook এ DISLIKE বাটন!!!

আমরা ফেসবুক এ। সারাদিন খালি LIKE মারি। স্ট্যাটাস পছন্দ হইলেই লইক অ্যালবাম পছন্দ হইলেই লইক কমেন্ট হইলেই পছন্দ লইক। লইক এর উপরে লইক। কিন্তু অপছন্দ হলে কি করব?। জুকারবারগ কাকা ত এর কোন ব্যাবস্থা রাখে নাই। তাইলে? অনেকে আছেন আবার লইক মাইরা DISLIKE দিয়া মনের বাসনা পুরন করে। তবে আর এইরকম করা আর লাগবে না। আজকে আপনারাই ফেজবুকে এ DISLIKE বাটন লাগাইতে পারবেন। জুকারবারগ এর দরকার নাই। তো চলেন DISLIKE বাটন লাগাই। প্রথমে এই অ্যাডঅন টি ডাউনলোড করেনঃ http://adf.ly/2JGgq তার পর ইন্সটল করেন ইন্সটল  শেষ? সব কাজ শেষ। এখন ফেসবুক এ লগিন করেন। দেখেন Dislike আইসা পরছে।